
আমি ৩৫ + একজন মানুষ, পুরুষ l
দীর্ঘদিন ধরে বাইরে ছিলাম, অস্ট্রেলিয়া তে l জরুরি পারিবারিক প্রয়োজনে ২০১৮ এর নভেম্বর থেকে দেশে l
বাইরে থাকাকালীন সময়ে আমি LGBT কমিউনিটি সম্পর্কে কৌতুহলী হয়ে, আগ্রহী হয়ে উঠি এবং পরবর্তীতে ভালোবাসা খুঁজে পেয়ে একজন ট্রান্সজেন্ডারের (মেল টু ফিমেল) সাথে সম্পর্কে জড়িয়ে সাধারণ কাপল হিসাবে বসবাস করেছিলাম দেশে চলে আসার আগে পর্যন্ত l
একে তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, পারিবারিক জটিলতায় আটকে ফিরে যাবার অনিশ্চয়তা, সর্বোপরি অনিস্বীকার্য শারীরিক চাহিদা, সব মিলিয়ে আমরা আলাদা হয়ে যাই একটি কাপল থেকে l আমাদের দুই জনের জন্যই তীব্র বেদনাদায়ক এবং অনেক কষ্টকর ছিল এই রূঢ় বাস্তবতা মেনে নেয়াটা l
যাই হোক, দেশে এসে খুবই ব্যাস্ত সময় পার করেছিলাম পারিবারিক সমস্যা নিরসনে এবং নিজের কিছু করার জন্যে l এখন অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়াতে নিজের একাকিত্ব এবং কাউকে ভালোবাসার ও ভালোবাসা পাওয়ার আকাঙ্খা নিজেকে শেষ করে দিচ্ছে …
আমি চেষ্টা করেছিলাম সাধারণ ট্রান্সজেন্ডারদের সাথে মেশার ও মনমতো কাউকে খুঁজে বের করার l কিন্তু সফল হইনি l আমি অবশ্যই পাশে থাকার কথা বলছি, আমি আমাদের সামাজিক প্রেক্ষাপটে সব ধরণের সাপোর্ট প্রোভাইড করার কথাও বলেছিলাম l কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মন মানুষিকতার বিস্তর ফারাক l
জানি না কি হবে বা কি পাবো, কিন্তু এই দমবন্ধ করা একাকিত্ব বড় দুঃসহ …
Source: BAH ( Bangladesh Against Homophobia)