
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে” রবীন্দ্রনাথের এই গানের কথা গুলো খুব ভালো লাগে, কিন্তু আমার আকাশ ত প্রকৃতির এক কঠিন সত্যে ঢাকা পড়ে গেছে, ছোট বেলায় যখন পাশে বসা খুব close হয়ে যাওয়া ছেলে বন্ধুকে নিজের অজান্তেই খুব বেশি আকর্ষণীয় মনে করতাম, মনে করতাম কি ভালনাই হত! যদি একে জুড়েই কেটেযেত সারাদিন! তখন বুঝতে পারিনি, আর যখন বুঝতে পেরেছি তখন শব্দহীন আকাশ কাঁপানো জন্মের এক কান্না কেঁদেছি, আল্লাহর কাছে কেঁদে বলেছি আমার মন, মানসিকতা যেন বদলে দেয়, আমি যেন আশেপাশের আর সকল পুরুষ দের মত হয়ে যায়, প্রকৃতির এ কেমন তামাশা আমাকে নিয়ে!? হ্যাঁ নিজেকে মেনে নিতে খুব কষ্ট হয়েছে, কিন্তু নিয়েছি, তবে সেটা শুধু আমার জন্য, কেউ জানবে না, কাকে বিশ্বাস করবো এক সৃষ্টি কর্তাকে ছাড়া? একটাই ত জীবন আমার, শুধু কষ্ট হয় এই ভেবে যে ভালবাসা শব্দটি আমার কাছে সবসময় মরীচিকা হয়েই থাকবে, খুব বিব্রত হয়ে বন্ধুদের ছুড়ে দেওয়া গার্লফ্রেন্ড নিয়ে প্রশ্ন গুলো এড়িয়ে চলি, হ্যাঁ মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, কিন্তু জীবন তো চলেই যাচ্ছে, “যে-জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার হয়নাকো দেখা” এই জীবনে কোন গোলাপের আকাঙ্ক্ষা নেই, যে গোলাপ খালি দুজন মানুষের ভালোবাসার কবিতা পাঠ করবে, এই জীবন বড্ড স্বার্থপরের মতন একা চলতে শিখে যাচ্ছে । (বিঃদ্রঃআমি আবার লিখব, অনেক কথা জমাচ্ছি, আপাতত এই টুকুই বলে রাখি আমি এই হাজার বাতির শহরে এক বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র, আইন নিয়ে পড়ছি।)
Source: BAH ( Bangladesh Against Homophobia)