রাই লো!

প্রিয়তমা।জয়া সিদ্দিকী । তোমাকে ভেবে অনুভবে আমার সময় কাটে তো কাটেনা।৩৬৩ দিন হয়ে গেল আজো পর্যন্ত তোমার গভীরে যেতে পারিনি।কল্পনায় দূর থেকে গিয়েছি সহস্র বার।প্রতিটি রজনি ঘুমিয়ে যাই তোমার অদৃশ্য স্পর্শ ভালবাসায়।প্রতিটি সকাল ভোর হয় তোমার মেসেজ আর জান* শব্দ টি শুনে।অনেক ভালবাসা দেখেছি যারা কদিন বাদেই স্যক্সুয়াল সম্পর্ক করে।কিন্তু তুমি আমি আলাদা যেন আমাদের মন টা আগে গেথে রাখতে চাই আগে।এই বন্ধন সমাজ বিরধী,পরিবার বিরধী কিন্তু আমি লড়ে যাব তোমার জন্য কেননা তোমার সব কিছুকে ভালবেসেছি শরির কে নয়।আমার অনেক রাগ মন্দ শুনেছো সহ্য করেছো শাসন।আমাকে সম্মান করেছো।কেননা তুমি চাও আমার সাথেই থাকবে আজিবন।আমি বারবার বুঝেছি তোমাকে সত্যিই তুমি অসাধারণ। বড় ভাগ্য মনে হয় জিবনে এরকম একজন কে পাওয়া যে আমার সব কিছু মেনে আমার মত অধমের কাছেই থাকতে চায়।আমিও চাই এই সফর কবর পর্যন্ত হোক। আমি যোগাযোগ বন্ধ করলে কত অস্থির হয়ে যাও।কান্না করো। সত্যি এরকম করে পাগলামি করুক এটাওচাই।এত সরল সাদামাটা লাজুক মায়াবী কলিজা আমার এতদিন পর আমি আসবো এই মাসে তোমার কাছে।কাছে গিয়েই আগে তোমাকে প্রাণ ভরে দেখব।আর আমাদের প্লান অনুযায়ী সব গুছিয়ে নিব।যেন সুন্দর ভাবে থাকতে পারি আজিবন।তোমার জন্য চুড়ি আর আংটি কিনে রেখেছি পড়িয়ে দিব বলে।আসছি আমি অপেক্ষায় থেকো।এত অস্থির হবেনা আছি তো থাকবো তো সারাজিবন।ইতি তোমার রাগী জান।

Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.