
” রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা,হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তুলে,আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি|
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?”
যে রাত পোহাবার কথা ছিল সে রাত অনেক আগেই ফুরিয়ে গেছে|স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আজ আমরা হাসছি,কাঁদছি,ঘুরছি,পড়ছি,বলছি- কিন্তু “মনের বালাই বড় বালাই,এই বালাইয়ে সুখ পালাই”. সবার মতো আমারও ইচ্ছে জাগে জানেন পরিবারে-সমাজে মাথা উঁচু করে চলব একজন মানুষ হিসেবে নিজের পরিচয় নিয়ে|মাঝে মাঝে অনেক আফসোস হতো আগে,মনে হত পৃথিবীর ভুলপ্রান্তে সৃষ্টিকর্তা বুঝি ভুল মানুষটাকে পাঠিয়ে দিলেন|নিজের জীবনের ১৯ তম ধাপে পা দিয়ে ফেলেছি,অনেকের হিসেবে হয়তো সময়টা বড্ড কম-কিন্তু জীবনের এই উনিশতম সিঁড়িতে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালে অনেক কিছুই মনে পড়ে যায়.. বাই দ্য ওয়ে,কে আমি? আমি তো আমিই, মানুষ!!দুহাত,দুপা,দুটো কান,পেশির নিচে ২০৬ টা অস্থি,তরুণাস্থি লিগামেন্ট দিয়েই আটকানো আছে,আর চোখ দুটোতে আইরিশ,পিউপিল,রেটিনাও ঠিকঠাক জায়গাতেই আছে.. কোনো জন্তু নই,হাসির পাত্রও নই,আমি মানুষ!আমি মানুষ কারণ আমি ভাবতে জানি,আমি মানুষ কারণ আমি প্রকৃতিকে ভালোবাসি;আমি মানুষ কারণ আমি সৃষ্টিকর্তার সেই অনন্য সৃষ্টিকুলের একজন যাকে সৃষ্টিকর্তা পরম যত্নে তৈরি করেছেন এবং তাকে লালন করে যাচ্ছেন,দিয়ে যাচ্ছেন ভালোবাসা.. আমি মানুষ কারণ আমি নিজেকে ভালোবাসি,আমি মানুষ কারণ আমি অন্যদেরও ভালোবাসতে জানি.. হতে পারে আমাকে সৃষ্টিকর্তা ছেলে হয়েও ছেলের প্রতি ভালোবাসার অধিকার দিয়ে পাঠিয়েছেন,আমি গর্বিত কারণ আমি অন্তত সমাজের সেসব মানুষের অন্তর্ভুক্ত না যারা অন্যের অধিকার দেয়া তো দূরে থাক ভিন্নমত ও বৈচিত্র্যকে সম্মানটুকু দিতে পারে না…আসলে হিপোক্রেট কারা? যখন প্রসঙ্গ ওঠে এলজিবিটি নিয়ে,অর্ধশিক্ষিত,স্বল্পশিক্ষিত বা উচ্চশিক্ষিত সকলেরই প্রথম প্রসঙ্গ আসে-ধর্মে হারাম!!পৃথিবীর সকল কিছু সৃষ্টিকর্তার ইচ্ছাধীন,তিনি জানেন শত কোটি বছর পরে কি হবে,কারণ সবটাই প্রিপ্ল্যানড,আই মিন খানিকটা নাটকের মতো, স্ক্রিপটেড!!তাহলে?? আর তথাকথিত আধুনিক কতজন বলবেন, সেকশন ৩৭৭!অথচ আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি,এদের মাঝে ৯০% ই না জানে ধর্মীয় বিধান,আর না জানে সেকশন ৩৭৭ সম্পর্কে..আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,চেষ্টা করি মসজিদে পড়তে..সপ্তাহের ৬ টা দিন মসজিদের প্রথম কাতার দুটিই ফিল আপ হয় না;অথচ জুমুআবারে এমন অবস্থা যে দেরি করে গেলে দোতলা মসজিদের বাইরে গামছা বিছিয়ে নামাজ পড়তে হয়!! আর ঈদের দিন?? তাহলে তো কথাই নেই,৪ টা জামাত পড়াতে হয় ইমাম সাহেবকে!! সিজোনাল ধার্মিক বড় বেশি আজকাল!! বাংলাদেশের রাস্তা হাঁটতে পারি না,পাবলিক টয়লেটে ঢোকা যায় না, প্রস্রাব করে পানি নেই- অথচ ইসলাম বলে জাহান্নামে সবচেয়ে বেশি যাবে এসব মানুষেরাই যারা প্রস্রাবের ছিটেফোঁটা থেকে সতর্ক নয়!! আর কথা বলার সময় ৩০% ই মিথ্যা,৪০% ই চাপা,১০% ই অতিরঞ্জিত; পরনিন্দা তথা গিবত ছাড়া কারও দিন পার হয় না!হয় কি?? এনারাই ধার্মিক!!? যারা আমাদের শিক্ষা দিতে আসেন-ইসলামে সমকামিতা হারাম!! ঘটনা ওই একটাই-লূত(আ)এর জাতির ধ্বংস!আর কিছু নেই,অথচ সেই জাতি ধ্বংসের জন্য যে কতশত কারণ ছিল-সেগুলো কে বলবে?? আর আল্লাহ নিজেই বলেছেন-তিনি মানুষের মাঝে বৈচিত্র্য সৃষ্টি করেছেন,অতঃপর তাদের বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে ও সম্প্রদায়ে যাতে মানবজাতি একে অপরের সাথে পরিচিত হতে পারে| আর আইন?? সেটা মানুষ বানিয়েছে!সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাবের প্রতিফলনই আইন,যেখানে কার্যত সংখ্যালঘুদের শোষণই হয়ে এসেছে|আবার প্রশ্ন করছি- কারা হিপোক্রেট? কারণ তাদের তৈরি আইনেই আছে-
*No one shall be subjected to arbitrary interference with his family, privacy, home or correspondence nor to attacks his honour and reputation. (Article 12)
*Everyone has the right to freedom of thought, conscience and religion, this right includes freedom to change his religion or belief. (Article 18)
*Everyone has the right to freedom of opinion and expression. (Article 19)
প্রয়োগ আছে?? আইনের দোহাই দেয়া মানুষগুলো যারা আইনের আ,ধর্মের ধ, মূল্যবোধের ম, শান্তির শ আর সম্মানের স জানে না-তারাই সমাজের জ্ঞানদাতা!! সত্যবাদী যুধিষ্ঠির!! বোধ করি তর্কবিজ্ঞানে সবাই অঘোষিত ডক্টরেট!!এদের কথা শুনে পিছিয়ে আসব নিজের থেকে-নিজের মনের কাছে অনবরত মিথ্যা বলব?নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানোর মতো হাস্যকর দুঃসাধ্য কাজ করব?? কেন করব?? প্রশ্নটা সেটাই,কেন করব? Yes,I am GAY. That’s just my sexuality which is as normal as straight people have. I am born HUMAN and that’s my identity. I love my thoughts, beliefs and I love my Allah who has always given me uncountable love and peace. I know to cry it’s okay, to be sad it’s okay, everything is okay but giving up should not be an option. I believe failure should be an option though majority oppose that. I believe because when you fail, you get up and again when you fail you try to be successful with double hard work and willpower and this process makes you enough strong. So I won’t give up.
LGBT people are so sweet more than honey. Can we be friends?
Source: BAH ( Bangladesh Against Homophobia)