
প্রিয়তমেষু,,
এটা তোমার জন্য লেখছি প্রথম এবং শেষবার… কেমন আছো তুমি সেটা আজ জানতে চাইবো না… হয়তো ভালো আছো হয়তো ভালো নেই… তবে তোমার ভালো থাকাই যে আমার কাম্য।আচ্ছা.. আমার কথা মনে পড়ে এখন তোমার?? আমায় নিয়ে ভাবতে ভাবতে তোমার ঠোঁটের সেই জলন্ত নিকোটিনের ধোঁয়া তোমার চোখের সামনে ঝাপসা হয়ে উঠে?? এখনো তুমি আমার সেই অপরিপক্ব ভিত্তিহীন বার্তাগুলো নিয়ে ভাবো??
তুমিতো বরাবরই অগোছালো আর বড্ড খামখেয়ালিপূর্ণ.. নিজের যত্নই যেখানে ঠিকমতো নাও না.. সেখানে তো আমি এক তুচ্ছ নামমাত্র।
আচ্ছা… সন্ধ্যায় তোমার সেই সিগারেট আর না হয়তো গরম ধুঁয়ো ওঠা কফির গ্লাস নিয়ে এখনো বারান্দায় বসো?? আর নিশ্চয়ই রাতের খাবার একদিনও ঠিকমতো খাওয়া হয় না তোমার… আচ্ছা… এখনো তোমার ছাদের ধার ঘেষে বসে রাতের আকাশ দেখা হয়?? এখনো কেউ তোমার কাছে আমার মতো অহেতুক আবদার করে.. কেউ বলে আমাকে নিয়ে একটা গোটারাত বৃষ্টিতে ভিজতে হবে আর না হয় রাস্তার ধারের দোকানের সেই বেলীফুল??
থাক ওসব তো তোমার ব্যক্তিগত একান্তই আপন। কিন্তু আমি তোমার একান্ত আপন কিংবা ব্যক্তিগত কোনোটাই হয়ে উঠতে পারলাম না.. শুধু হয়ে রইলাম তোমার মুঠোফোনের কনভারসেশনের পরিত্যক্ত এক নাম.. তবে তাতে কি তুমি তো আছো আমার অস্তিত্ব জুড়ে.. আমার সমস্ত প্রশান্তির অন্যনাম… আচ্ছা… এখন কি কেউ তোমার কাঁধে মাথা রেখে বিকেল দেখে… তার সমস্তটুকু দিয়ে তোমায় উম্মাদের মতো ভালোবাসে?? ..তবে তাকে তুমি বলে দিও আমার হয়ে তোমার প্রতি আমার এই সমস্ত ভালোবাসা সমস্ত অনুভুতি শুধুমাত্র আমার একান্তের… সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা ভালো থেকো তুমি.. সুপ্রসন্ন হোক তোমার আগমিত দিনগুলো আর তোমার জীবনের প্রতিটা বসন্ত…
Source: BAH( Bangladesh Against Homophobia)