
কথাটা বলতে খুব লজ্জা লাগছে, তবুও বলি। আমরা তো একটু আলাদা। সংখ্যায় কম। তারপরেও যারা আছেন, তারা থাকেন নীরবে নিভৃতে। এরপর এদের মধ্যে আছে আবার রুচির বিভেদ। তাছাড়া, ভালোবাসা তো জোর করে হওয়ার ব্যাপার না। চলতে চলতে হয়ে যায়। তাহলে এই জীবনে সঙ্গী পাবো কিভাবে তাহলে? অন্যরা কিভাবে সঙ্গী খুঁজে পেয়েছেন? আমি তো জীবনে কাউকে ভালো লাগলে বলতেই পারলাম না। মেঘে মেঘে অনেক বেলা হলো। জীবন কি এভাবেই চলে যাবে? কেউ কি বলবেন কিভাবে সমমনা মানুষদের সাথে মেশার সুযোগ পাবো? তারপর হয়তো কাঙ্খিত সেই মানুষটাকে অন্তত পাওয়ার একটা আশা তৈরি হবে। একটু বলবেন কি! প্লিজ!!
Source: BAH ( Bangladesh Against Homophobia)