
একাকিত্বের যন্ত্রনায় আমরা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলি। একটার পর একটা। বুকের গভীরে যে ব্যথা বড্ড শূন্যতা হয়ে মিলিয়ে যায় রক্তে রক্তে, সে শূন্যতা কাউকে সমর্পণ করতে মনটা অস্থির হয়। কি চাই, কেন চাই বুঝে ওঠার আগেই কোনমতে একাকিত্বের লড়াইয়ে কাউকে পাশে চাই। ভাবি, আমার কষ্টগুলো নিমিষে মিলিয়ে যাবে, তার ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে আমি হাঁফ ছেড়ে বাঁচবো বলে আশা করি। কিন্তু তা কি আর হয়! একাকিত্বের ভয়ে যাকে জীবনে জড়িয়ে ফেলি, সে আরও একা করে দিয়ে চলে যায়। অথবা হয়তো, তাকে ধরে রাখার মতো মনের জোর আর অবশিষ্ট থাকে না। নিজের মনের সাথে লড়াইটা তাই নিজেকেই করতে হয়। কাউকে দিতে হলে সুখের ভাগ দিও, মনে রেখো তোমাকে বোঝার মতো পৃথিবীতে কেউ নেই। লড়াই করে যাচ্ছি আমিও,বুকের ভেতর কিছু পঁচা স্মৃতি জমে জমে আবর্জনার পাহাড় হয়েছে। ভেতরের সব আবর্জনা পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত বাঁচবো কিনা জানিনা, বেঁচে থাকতে ইচ্ছে হয় খুব। কখনওবা মনে হয়, একে বেঁচে থাকা বলে না, নিজ হাতে ইতি টানি সব কিছুর। দ্বন্দ্ব চলে, হয়তো মরেই যাবো ব্যথা সইতে না পারলে, তবু কারো কাছে আর ভালোবাসা চাইতে যাবো না।
Source: BAH ( Bangladesh Against Homophobia)