
যখন থেকে বুঝতে শিখেছি যে, নিজের মধ্যে অালাদা যে একটা জগত খুঁজে পেয়েছি যে জগৎ টা সবার থেকে অালাদা।অন্য মেয়েরা পরিবেশ গত ভাবে ছেলেদের প্রতি অাকর্ষন বোধ করে কিন্তু অামার সে অাকর্ষন টা নেই। অনার্স শেষ পর্যায়ে এসে ও অামি কোনো ছেলের প্রতি অাকর্ষন বোধ করি নি।ছেলেদের ফিরিয়ে দিয়েছি নানান অজুহাতে।
বাস্তবে তো অামি সমজেন্ডারের প্রতি দুর্বল।
খুজেছিলাম নিজের মনের মত করে কাউকে পেতে। অবশ্য যাকে পেয়েছিলাম ততটা অনুরক্ত ছিল না,অামাদের সম্পর্কের চার বছরের মাথায় তার বিয়ে হয়ে যায়।
খুব কষ্ট পেয়ে সেদিন কেদেছিলাম।
নিজের চাওয়ার কথা পরিবারের সাথেও শেয়ার করতে পারছিলাম না।
হারানোর সেই কষ্ট ঘুচাতে অামি নিজের মত করে একজন খুঁজে পেয়েছি পরে অবশ্যি ।অামরা দুজনে একে অপরকে খুব ভালবাসি,একসাথে কাটাতে চাই সারাজীবন।
কিন্তু এই সমাজ সেটা মেনে নিবেনা।এমন কি অামার অার তার পরিবার ও মেনে নিবেনা এটা। এখন কী করবো?
কোন সমাধান জানা অাছে কারো?
Source: BAH ( Bangladesh Against Homophobia)