
অনেকদিন ধরেই এই পেইজের লেখাগুলো পড়ে আসছি৷ কখনো ভাবি নি যে এখানেও একদিন আমাকে লিখতে হবে।
২০১২ সালের কলেজ জীবন এ প্রথম অনুভব করি একটা ভালো সম্পর্কে জড়াবো৷
#ওয়ান সাইডেড লাভ ছিলো। এগুলো নাহ।
# এরপর চেষ্টা করেছিলাম এগুনোর। সেখানে দেখা গেল, মানুষটা কখনোই সিরিয়াস ছিলো নাহ৷ বিছানা পর্যন্ত টানতে যখন আর পারে নি তখন আমার প্রতি সব ভালো লাগা হাওয়া হয়ে গেল। ব্যাপারটা বুঝতে বছরখানেক লেগে গেল। মানসিক ভাবে মেনে নিতে সময় লাগলো।
#২০১৯ এ এসে আবার একজনের সাথে পরিচয় হলাম। ভাবলাম, এবার সিরিয়াস হবো। সব কিছু বুঝে শুঝে এগুবো। আগ্রহ ছিলো, আবেগ ছিলো সব ছিলো। জানি না, মানুষটাই চেঞ্জ হয়ে গেল।
আচ্ছা কিভাবে পারে, হঠাৎ করে পাল্টে যেতে??? Being a guy it is too tough to express these failure stories. ২৫ বছরের হয়ে এখনো সিংগেল, ব্যাপারটা জানলে তো বেশির জন্য ই ভাববে আমার মধ্যেই সব সমস্যা। হয়তো আসলেও তাই। Right now I’ve believed that I may be a good for people, friends & family but never be a good partner. I have no complaints about him right now. Still everyday I pray for his betterment, I pray for his happiness.
যদি আমি মরে যাই অন্তত, জীবনের হিসাব শেষে স্রষ্টার সামনে দাড়িয়ে বলতে পারবো যে, ” ভালোবেসেছিলাম “।
রিলেশনশিপ বিল্ড-আপে পাচঁটা জিনিস খুব দরকার।
১)বন্ধুত্ব
২)কমিটমেন্ট
৩) আত্মসম্মানবোধ
৪) ক্যারিয়ার
৫) সেল্ফ ডেভেলপমেন্ট ।
কোন কারনে যদি একটাও ছুটে যায় তাহলে রিলেশনশিপটা টিকবেই নাহ৷
দেশের বাইরে এক সময় চলে যাবো হয়তো, at least I will try my best to do something meaningfully so that people will always remember me at least once in a year.
সবার দ্বারা সংসার হয় নাহ। ব্যাপারটা সত্যি স্বাভাবিক। কষ্ট পেয়ে কোন মেয়েকে বিয়ে করাটা চরম বোকামি।
Source: BAH ( Bangladesh Against Homophobia)