সাহায্য চাই

আমি আজ একটা  গল্প বলবো গল্পটা আমার

বাংলাদেশ এ   LGBTQ বলতে  সবাই যা বুঝে Gay  lesbian   Bisexual .  বাকি গুলি আমরা জানি না।  আর এগুলোকে ও যারা বুঝে  তারা মনে করে  আমরা LGBTQ সমর্থন করি  কারন আমরা ভালবাসা বুঝি না আমরা শুধু s*x ই বুঝি।

যাই হোক মূলকথা তে আসি

আমি এক সময় নিজেকে bisexual হিসেবে  প্রকাশ করি কিন্তু ইদানীং নিজেকে মনে বড় অচেনা মনে হয় হচ্ছে। আর ইদানীং আমি নিজেকে pansexual মনে হচ্ছে।  

এই সময়ে আমি অনেক খুঁজেছি নিজের মত কেহ আছে কি না বাংলাদেশএ কিন্তু আমি তেমন কাউকেই পাচ্ছি না।  এখন আমার কি করা উচিৎ। আমাকে কেহ   এর উত্তর দিতে পারবেন? যদি কারো নিজেকে pansexual মনে করেন আমাকে একটু সাহায্য করবেন?

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.