
আজকে একটু ভিন্নভাবেই কথাটা বলি! আপনি যদি সম্পর্কে জড়ান, তাহলে আগে ভাবুন যে আপনি সম্পর্কটার মর্যাদা রাখতে পারবেন কিনা!
দায়িত্ব-কর্তব্য নিয়ে চলতে পারবেন কিনা। আমাদের এই ছোট্ট LGBT কমিউনিটিতে আমরা খুব একা।
সমকামী ভালোবাসার সম্পর্কে কাউকে ধোঁকা দেয়া,প্রতারণা করা! প্লিজ এগুলা করবেন না।
কারন একজন সমপ্রেমী খুব একা হয়ে থাকে এদের দুঃখ কষ্ট কাউকে শেয়ার করতে পারেনা কারোর সাথেই, কারনটা আপনি নিজেই জানেন
সম্পর্কে জড়িয়ে সপ্নগুলোকে ভাঙবেন না,বিশ্বাস ভাঙবেন না!
আপনার যদি, সমাজ -পরিবার ধর্ম এসব বিষয় নিয়ে এলার্জি থাকে, তাহলে প্লিজ সমপ্রেম সম্পর্ক আপনার জন্য না।
আগে নিজেকে জানুন বুঝুন।
আপনার পার্টনারের সাথে কথা বলুন, ২ জনে যদি ঠিক থাকেন,তাহলেই সম্পর্কে জড়ান।
আর না-হয় জড়াবেন না।
ভালোবাসা কি জানেন তোহ?
দু’টো দেহের, দুটো আত্মার মিলন সৃষ্টির মাধ্যমেই সত্যি কারের ভালোবাসা হয়।
আর হ্যাঁ একটা কথা না বললেই নয়, আপনি যদি সমকামী/ সমপ্রেমী হউন তাহলে একজন সমপ্রেমীর সাথেই সম্পর্কে জড়ান।
আপনি যদি বাইসেক্সুয়াল হউন তাহলে বাইসেক্সুয়ালের সাথেই সম্পর্কে জড়ান!
শুধু তাই নয় আপনি যে জেন্ডারই হউন সুস্থ সম্পর্কে জড়ান,সত্য সম্পর্কেই জড়ান। মিথ্যার আশ্রয় যেন আমরা না নেই। সুন্দর হউক আমাদের এই ছোট্ট কমিউনিটি
আপনি আইডেন্টিটি সত্য বলেই সম্পর্কে জড়ান।
সব শেষে আমরা মানুষ।
আমরা মানুষ হয়ে যেন অমানুষের পরিচয় না দেই !
সুন্দর হউক আপনাদের জীবন , সুন্দর হউক সব সম্পর্ক।
ভালো থাকুন।
ধন্যবাদ
Source: BAH ( Bangladesh Against Homophobia)