
আচ্ছা, আজ ঘুমাও তবে আলাদা বিছানায়,
যেদিন কোনদিন খুঁজে পাবো তোমায়,
সেদিন আর ঘুমাতে পারবে না,
এ বুকে জমানো ভালোবাসার মধুর যন্ত্রনায়।
আরও একদিন হয়তো বেড়ে গেলো,
তোমাকে খুঁজে ফেরার,
তাতে কি?
আমি যত্ন করে চুমু গুলো জমিয়ে রেখেছি এই ঠোঁটে
ঢেলে দিবো তোমার রাঙা ঠোঁটে, একদিন বারবার।
ঘোর বরষায় তোমার শাড়ির আঁচল ভিজে যাবে,
আমি সেদিন ভেজা শাড়ির ভেতরে তোমায় ছোঁবো,
হয়তো এখন না, হয়তো আর জনমে,
আমি তোমাকে পাবো।
Source: BAH ( Bangladesh Against Homophobia)