অবশেষে ম্যাসেজ

আজ অনন্যার চতুর্থতম সম্পর্কের সমাপ্তি ঘটেছে, হয়তো আরো আগেই সম্পর্কটার ইতি ঘটেছিল কিন্তু অনন্যা তা ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি ! আগের তিনটা সম্পর্কের ইতি অনন্যা এখনো মানতে পারেনি ! ঠিক কি কারণে বারবার অনন্যা একা হয়ে যায় তা সে দিনরাত চিন্তা করেও বের করতে পারেনি ! আজ শিমুলকে হারিয়ে অনন্যা আবার সব ভালবাসা আর সম্পর্কের হিসেব মেলাতে বসেছে কিন্তু অনন্যা জানে সম্পর্কের পরিণতি আর যাই হোক ভালবাসার তো হিসেব হয় না !  অনন্যার চোখে জলের স্রোত… চিন্তাশক্তি লোপ পেয়েছে তার ! শুধু তার মনে আসছে শিমুলের সাথে তার সুন্দর মূহুর্তগুলো ! কয়েক মাস ধরে শিমুলের সাথে তার যোগাযোগ বন্ধ ছিল । অনন্যাকে শিমুল বিশ্বাস করে না, কেন করে না তার কারণ অন্যন্যা জানে না । অনন্যা তার আগের সম্পর্কগুলো শেষ হওয়ার জন্য কোন না কোনভাবে নিজেকে কিছুটা হলেও দায়ী করে। কিন্তু সে এটাও ভাল করে জানে তার কোন দোষ ছিল না তার সম্পর্কগুলো নষ্ট হবার পেছনে ! অনন্যা আজও নিজেকে সান্ত্বনা দিচ্ছে হয়তো তার নিজেরই কোথাও দোষ ছিল ! অনন্যা শিমুলকে কয়েকদিন ধরে মিস করছিল । কয়েকদিন সে তার স্বপ্নে শিমুলকে বারবার দেখছে , সেজন্য শিমুলের হাজার অবজ্ঞাকে উপেক্ষা করেও সে দিনরাত কল আর ম্যাসেজ করেছিল শুধু শিমুল ঠিক আছে কিনা তা জানার আশায়… কিন্তু শিমুলের ফোনের ব্লকলিস্টে অনন্যা ! অনন্যার নাম্বার ব্লকলিস্টে থাকলেও শিমুল অবশ্যই তার ম্যাসেজ দেখে এটাই অনন্যার সান্ত্বনা ! ওহ একটু আগে অবশ্য আরেকটা সান্ত্বনা এসেছে, শিমুলের ম্যাসেজ ! মোবাইলের স্ক্রিনে শিমুলের নামটা দেখে অনন্যা দুই সেকেন্ডের জন্য খুশি হয়ে গিয়েছিল। হুম জবাব এসেছে শিমুলের, সে অন্য কারো সাথে মুভড অন করেছে ! সে আর অনন্যাকে চাই না ! ভালবাসলে হয়তো চাইতো ! সম্পর্কটার সাথে সাথে অনন্যার এতদিনের ভূল ধারণারও ইতি ঘটল ! ভালবাসা বলে কিছু নেই, সব ই প্রয়োজন, প্রিয়জন বলে কিছু নেই !

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.