আজ সে পাশে নেই

কোথায় থেকে শুরু করবো বুঝতে পারছি না। আমি বাই সেক্সুয়াল (ছেলে)। ছোটবেলার হয়তো ক্লাস ফাইভে পড়তাম তখন নিজের কাজিন দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর শিকার হয়। শুধুমাত্র একজন দ্বারা নয়, অনেক জনের দ্বারা হয়েছি। কাজিনদের ওই সব থেকে মুক্তি পাই যখন পড়ালেখার জন্য বাসা চেঞ্জ করি। এবং একটা সময় আমি ছেলেদের প্রতি আকৃষ্ট হতে থাকি।

আমি এখন আমার বিষয়ে কিছু বলি। আমার শারীরিক গঠন অনেক টা মেয়েদের মতো। আর ছোটকালে মেয়েদের সাথে বেশী থাকা হতো। যার কারনে আমার মধ্যে মেয়েলি স্বভাবটা একটু ছিল। যার কারনে এখনো কথা শুনতে হয় আমার। যখন আমি নতুন স্কুল এ ভর্তি হয় তখন কারো সাথে তেমন বন্ধুত্ব হয়নি আমার এক বছর। যাইহোক একটা মানুষের সাথে আমার পরিচয় হয় যে সবার চাইতে আলাদা ছিল। সবাই যখন আমাকে নিয়ে মজা করতো কিন্তু সে আমাকে নিয়ে কোন ধরনের বাজে মন্তব্য করেনি কখনো। আস্তে আস্তে সে আমার বেস্টফ্রেন্ড হয়। ওর মাধ্যমে আমার একটা ফ্রেন্ড সার্কেল হয়। বেস্ট ফ্রেন্ড থেকে সে আমার ভালোবাসার মানুষ হয়। ওর মতো ভালো মানুষ অনেক কমই আছে। আমার জীবনের সবটুকু জুড়ে সে রয়েছে। কতো যে স্মৃতি রয়েছে আমাদের। কিন্তু একটা সময় সব শেষ হয়ে যায়।আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি আমার পাশে আর নেই। যাকে ছাড়া আমি কোন কিছু আমি চিন্তা করতে পারতাম না, চলতে পারতাম না তাকে ছাড়া চলতে হচ্ছে দুবছর হয়ে গেল। ছয় বছরের বন্ধুত্ব শেষ হয়। সে এখন তার ভালোবাসার মানুষ নিয়ে ভালোই আছে। প্রায় সময় তার সাথে দেখা হয় কিন্তু কিছু বলার অধিকার আর আমার নেই। আমার অবস্থার কথা নাই বা বলি, সে ছাড়া আমার পাশে থাকার কেউ নেই। সে এখন আমার পাশে নেই। একা হয়ে গেছি অনেক।জীবনের সাথে এখন আর যুদ্ধ করে পারছি না। হয়তো বা শেষ সময় এসে গেছে আমার। অনেক বড় করে লেখার জন্য দুঃখিত আর আমি কথা তেমন গুছিয়ে লিখতে পারি না। অনেক কথা বলা হয়নি আমার জীবনের নিজের কাছেই রেখে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।

Source: BAH ( Bangladesh Against Homophobia )

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.