আমাদের ভালবাসা

তোকে তো আমি ছোটবেলা থেকেই চিনতাম,কিন্তু বন্ধুত্বটা গাঢ় হয়েছিলো ক্লাস  টেন এ উঠার পর।এমননা যে আমি কারো সাথে তার আগে সম্পর্কে জড়াইনি কিন্তু ভাল শুধু তোকেই বেসেছিলাম।যেদিন তোকে তোর প্রেমিকের সাথে ব্রেকআপ হয়েছিলো আর তারপর তুই আমার কাধে মাথা রেখে কেঁদেছিলি তখন বুঝতে পেরেছিলাম যে আমার জন্য তুই আমার জন্য কোন সাধারন বান্ধবী না,তুই আমার জন্য স্পেশাল।এর পর মাঝে মাঝেই আমি রাতে তোর বাসায় থেকে যেতাম,তোর সবচেয়ে কাছের বান্ধবী ছিলাম তো তাই।সারারাত আমরা গল্প করতাম।আর আমি যে তোকে ভালবাসি এটা বুঝার সাথে সাথেই প্রেমিকের সাথেও ব্রেকআপ করে ফেলেছিলাম,সে ও হয়তো কিছুটা বুঝতে পেরেছিলো তাই সে আমাকে আটকায়নি।এভাবেই কিছু মাস যাওয়ার পর হঠাৎ একদিন তোকে কেন যেন চুমু খেলাম,তুই ও বাধা দিলিনা।তার পর তোর ফোন বেজে উঠার কারনে আমাদের হুশ ফিরলো।ওই ঘটনার পর আমি ভয়ে তোর সাথে এক সপ্তাহ যোগাযোগ করিনি,সারারাত কান্না করতাম।একদিন কেন যেন মনে হলো তোকে জানানো দরকার যে আমি এমন কেন করলাম।আমার মনের সকল কথা লিখে তোকে মেসেজ করে দিলাম,কিছু সময় পরে তোর রিপ্লাই আসলো।ভয়ে ভয়ে মেসেজ ওপেন করে দেখলাম তুই লিখেছিস তুইও নাকি আমাকে ভালবাসিস,আমি যে তখন কতটা খুশি হয়েছিলাম তা কাওকে বলে বোঝানো যাবেনা।তার পর টানা তিন বছর আমরা চুটিয়ে প্রেম করলাম,ওই তিন বছর আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল।কিন্তু আমাদের সুখ বেশীদিন টিকলোনা,তোর বিয়ে ঠিক হয়ে গেল।তুই বিয়ের আগের দিন রাতেও কেদেঁ কেদেঁ বলেছিলি যে আমাকে ছাড়া তুই ভাল থাকতে পারবিনা।বার বার বলছিলি আমি যেন তোকে নিয়ে বিদেশে চলে যাই,আমি শুধু তোর কথা শুনছিলাম আর কাদঁছিলাম।

আজও আমাদের মাঝে মাঝে দেখা হয়,আমরা দুইজনই ভাল থাকার ভাব দেখাই কিন্তু ভিতরে এখনো একজন আরেকজনকে ভালবাসি।

 দূরে থেকেও তোর জন্য এই দোয়াই থাকবে যে ভাল থাক,

বেচে থাকুক ভালবাসাগুলো।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.