
আমার নাম নীলু(ছদ্মনাম)। আমার বয়স ১৮।ঢাকার একটি সনামধন্য কলেজে অধ্যায়ন করছি।আমার সব পরিচয়ের উপর একটাই পরিচয়,আমি সমপ্রেমী।আমার রক্ষণশীল ও ধার্মিক পরিবার থেকে কখনোই এ বিষয়টাকে মেনে নিবে না।সমাজ,পরিবারের ভয়ে আমি নিজেকে আজও মেলে ধরতে পারি না।আমার খুব ইচ্ছে হয়,আমি আমার মতো করে জীবনটাকে উপভোগ করি।সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে,আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। আমাদের বোঝাপড়া ভালোই চলছে।আমরা দুজন দুজনকে নিয়ে ভালো আছি।করোনা পরিস্থিতির কারণে,আমাদের এখনো দেখা করা হয়ে ওঠেনি।তবে,সারাদিন চ্যাটিং,কলে কথা বলার মধ্য দিয়ে সময় টা মন্দ যাচ্ছে না। আমি আমার পরিবারকে ভালোবাসি।আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে।আমার ছোট ভাই আছে।আমার বাবা পেশায় চিকিৎসক। আমাদের পারিবারিক বোঝাপড়াও ভালো।কিন্তু কেন জানি আমি নিজেকে এ পরিবারের সাথে মানিয়ে নিতে পারছি না।যেকোনো বিষয়েই দেখা যায়,তাদের চিন্তাধারার সাথে আমার ভাবনার কোনো মিল নেই।আমার বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন।আমার প্রতি তার ভালোবাসাও আমি উপলব্ধি করি।পারিবারিক প্রচলিত ধারা অনুযায়ী আমার জন্য এখন থেকেই ছেলে দেখা শুরু হয়ে গেছে।ভালো ছেলে পেলে তারা আমাকে এইচএসসির পরই বিয়ে দিয়ে দিবে,এমনটাই আমার ধারণা। ব্যাপার টা এমন না যে,তারা আমাকে পড়াশুনা করাতে চান না!তারা যা চান তা হলো,ভালো ছেলে পেলে বিয়ে দিবে এবং তারপর যেন পড়াশুনা চালিয়ে যেতে পারি সে ব্যবস্থা করে দিবে।কিন্তু আমার পক্ষে একটা ছেলে কে জীবনসঙ্গী হিসেবে গ্রহন করে নেয়া কখনোই সম্ভব নয়।
এটা আমি কখনো ভাবতেও পারি না।যারা আমার মতো,তারা অবশ্যই জানেন যে পরিবারকে এ কথাটা বলতে না পারা কতটা কষ্টের।আমি নিজেকে ভালোবাসি।নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য আমি পড়াশুনা ভালোমতো চালিয়ে যেতে চাই।আমার ৩ টা কাজিন আমাকে সাপোর্ট করে।আমি চাই,যতদিন পারা যায় পরিবারের সাথে থাকবো,তারপর যখন বিয়ের জন্য চাপ দিবে,আমি পরিবার ছেড়ে চলে যাবো।
আমার বর্তমান যদি ভবিষ্যতেও থাকে তবে তার সাথেই আর নয়তো একাই।একধরনের অনিশ্চয়তা আমাকে দিনরাত ভাবাচ্ছে। যদিও এখন আমি বেশ ভালই আছি।কিন্তু,আমি আমার ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত।
বিঃদ্রঃ আমার লেখা টা ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।লেখায় কোনো ভুল ত্রুটির হয়ে থাকলে, ক্ষমা চাচ্ছি।। ইতিবাচক কমেন্টের মাধ্যমে আপনারা যারা ভবিষ্যত নিয়ে এমন চিন্তা করেন বা অলরেডি পরিবার ছেড়েছেন, তাদের প্ল্যানিং বা অভিজ্ঞতা সম্পর্কে জানালে খুশি হবো।
ধন্যবাদ।।
Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a comment