আসসালামু আলাইকুম ভাইয়া / আপু

আমি একজন Asexual 

জানি না আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা।ছোট্ট বেলা থেকে আমি একটু ব্যতিক্রম ছিলাম। যা সবার থেকে আলাদা। মেয়েদের প্রতি আমার ভেতর তেমন কোনো আর্কষণ ছিল না।যখন ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন থেকে  সিনিয়র বড় ভাইদের পাল্লায় পড়ে হস্তমৈথুন করতাম। যার ফলে তা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি কখনও কোনো মেয়ের পাশে যাইনি।মেয়েদের প্রতি আমার তেমন কোনো আর্কষণ নেই বল্লেই চলে।তাই বলে কেউ আমাকে গে ভাব্বেন না।

এসএসসি পর তাবলীগে গিয়ে পোশাক পরিবর্তন করতে পেরেছি।কিন্তু নিজের অভ্যাস কে নয়।এইচ এস সি পর তা রয়ে যায়। জীবনে কখনও ভাবিনি আমার বিয়ে করতে হবে।সবসময় এটাকে এড়িয়ে চলেছি। কিন্তু গত বছর ছোট্ট বোনের বিয়ের পর থেকে আমার বিয়ে নিয়ে আব্বু আম্মু আলোচনা করে।আমি তাদের বলতে পারি না আমার পক্ষে বিয়ে করা যে সম্ভব নয়।আমি কখনও বিয়ে করতে চাই না।সমাজিক চাপের মুখে পড়তে হবে এবং মা বাবার চাপেও পড়তে হবে। কারণ আমি আমার মা বাবার একটা ছেলে বলে কথা।

আমার ২৩ বছর বয়স 

আমি ৩য় বর্ষে পড়ুয়া একজন ছাত্র। 

আমার এখন ২ টা সমস্যা 

১ সেক্সের প্রতি কোনো রকম অনুভূতি নেই যাকে Asexuality বলে।

২ হস্তমৈথুনের ফলে আমার লিঙ্গে সমস্যা হয়েছে। যা একটা স্বাভাবিক মেয়ে কে তৃপ্তি প্রদান করতে পারবে না।

আমাকে কেউ বিশ্বাস করতে চায় না।কেউ আমাকে বুঝার চেষ্টা করে না।লজ্জায় সরাসরি কাউকে কিছু বলতে পারি না।তাই এখানে বলা।

কোনো ভাই/ আপু দয়া করে আমাকে পরামর্শ দিন। আমার এখন কী করণীয় আছে?

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.