
লাইফে তেমন কিছু চাই নি।
আমি ১৯ বছরের এক যুবক। মাত্র এ-লেভেল শেষ করলাম। ভেবেছিলাম ফ্রেন্ডরা কেউ বুঝবে আমি ওদের থেকে আলাদা না। সবচেয়ে কাছের বন্ধুকে বললাম আমি গে….
“ছি,তুই কিনা আমার বেস্টফ্রেন্ড।শালা তুই সমাজের কিট”
খারাপ লাগেনি,এইটাই নরমাল।
আর কিছুদিন পর আমার ফ্লাইট।
বোধহয় এবার শান্তি পাবো।
Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a comment