
কমন সেন্স, আমার কমন সেন্স কম এই কথা টা আমার প্রাক্তন আমাকে অসংখ্য বার বলেছে। তাকে ভুলে থাকার চেষ্টায় কেউ একজন পানি ঢেলে দিল। আর তখন থেকে আমার মাথায় এক ভভয়ংকর কর যন্ত্রনা হতে শুরু করল। শুধু মাত্র একটা কথা “কমন সেন্স কম”। আমি জানিনা কেন আমার এক্স আমাকে এটা বলে অনেক অপমান করত এবং আমি মানি যে আমার কমন সেন্স কিছুটা কম কারন আমি সব কিছু একটু অন্যভাবে ভেবে এসেছি। আজ কমন সেন্স কম বলেই হয়ত আমার প্রাক্তন আমাকে ভালবাসে নি সেটা বুঝতে পারিনি, আমাকে চিট করছে তাও না। অন্ধ বিশ্বাস করতাম তাকে তাই তার কাছে ফেবু পাসওয়ার্ড চাইনি।
সবাই যেভাবে যা করে আমি কিছুটা তা আলাদা ভাবে চিন্তা এবং কাজ করি। ১ম এবং ২য় সমকামী GF এর সাথে সেক্স না করাটা আমার কাছে বোকামি মনে হয়নি যদিও এখন সবাই ১দিনের GF এর সাথেও সেক্স করে,আমি আবার বোকার মত অন্যদের জিজ্ঞাসা করে ফেলি এই ব্যাপারে যেটা আমাকে অন্যদের কাছে গাধা হিসেবে পরিচিত করায়। কোন মেয়ে ছেলেদের সাথে চলাফেরা করে আরো অনেক কিছু,কমন সেন্সে অনেক কিছু ভেবে নেয়া যায় কিন্তু আমি উল্টা। সাইকেল নিয়ে ছেলেদের সাথে ঢাকা শহর এবং এর বাইরেও গিয়েছি, মাঝরাতে সাইকেল নিয়ে ঘুরে বেরানো সাথে সিগারেট খাওয়া তাই বলে আমাকে/ আমি নোংরা কিছু করিনি, ছেলে বাইকারের বাসায় যাওয়া আড্ডা দেয়া, গরমে অস্থির হয়ে তার বাসায় শাওয়ার নেয়া আমি কিন্তু কোন ছেলের সাথে শাওয়ার নেই নি। ১৮+ বয়সের উরদ্ধে ছেলে কাজিনের সাথে এক বিছানায় ঘুমানো ; সেই বলে তার সাথে কোন সেক্স করা হয়নি। আমাদের কমন সেন্স বলে অসম্ভব ছেলেদের সাথে থাকলে কিছু তো হয় আমি বলছি আমার হয়নি। আমি যদি মানুষ টা উল্টো চিন্তা করে জীবন-যাপন করি সেখানে আমার চিন্তা ভাবনা আলাদা বলবেন সবাই নাকি বলবেন কমন সেন্স নেই???
আমার GF আমাকে সবসময়ই ফিজিকালি টর্চার করতো – কমন সেন্স বলে মেবি আমিও হয়ত তার সাথে করতাম, আমি নিশ্চয় রেগুলার মার খেতাম না হয় আমিও মাঝে মাঝে তাকেও কিছু দিতাম। কিন্তু সত্যি হচ্ছে আমি কখনো তার গায়ে হাত তুলিনি। রাস্তায় থাপ্পড় খেয়ে তাকে গালিও দেইনি উল্টো নিজেই অপমানের কষ্টে মরতে যাচ্ছিলাম। মানসিক ভাবে অপমান করাও বাদ ছিল না মানে মেন্টালি হিউমিলিয়েট করাও কম হয়নি আমার সাথে তাই বলে প্রতিশোধ নেইনি। তার সাথে দেখা করার জন্য বাসা থেকে সাইকেল নিয়ে খালি পকেটে ১৮/১৯ কিমি সাইকেল চালিয়েছি, রাস্তায় এক্সিডেন্ট করেছি, গরমে ছটফট করে ব্যাগে থাকা পানি ছাড়া কিছুই খাইনি ঠিক এভাবে আবার রাতের বেলা হাইওয়ে পাড়ি দিয়েছি বাসায় ফিরেছি। এভাবে ২মাসের মত তার জন্য তার প্রতি মায়ার টানে ভালবাসার টানে দৌড়ে ছুটে যেতাম তাকে দেখার জন্য। তার সাথে দেখা করতে স্পীডে সাইকেল চালাতে যেয়ে প্রাইভেট কারের সাথে এক্সিডেন্ট করে বুকের পাজরে ১মাসের মত ব্যথা নিয়ে চলাচল করেছি। তাই বলে তাকে দিয়ে আমার জন্য কিছুই করতে দেইনি। তার কথায় সাইক্লিং গিভ আপ করা যেটা আমার প্যাশন অতঃপর সাইকেল টা চুরি হয়ে গেল। ডিপ্রেশন থেকে বাঁচতে তাকে না বলে একা ইন্ডিয়া চলে যাওয়া। বাংলাদেশি ট্যুরিস্টদের সাথে হোটেল রুমের আড্ডায় বিয়ার খাওয়ার পিক তার সাথে শেয়ার করা যা দিন শেষে কমন সেন্স এর ভাষায় ততথাকথিত গালি খাওয়া। কোন খারাপ/নোংরা কিছু না করেও তার কমন সেন্স আমাকে বলেছে আমি সেই নিষিদ্ধ পাড়ার একজন। সে আমার মেসে আসবে বলে প্রতি সপ্তাহে তার জন্য সব ক্লিন রাখা যাতে ডাস্ট অ্যালার্জি অ্যাটাক না করে তার ভালবাসায় পেয়েছি কোন এক অবলা প্রানির নামে অসাধারণ গালি।
সেও আমার জন্য কম করে নি, আমার মত বেকারের সাথে যে সম্পর্কে ছিল আর মাঝে মাঝে টাকা আর বাজার করে দিয়ে হেল্প করত এবং চুল না থাকা এক অসুন্দর মেয়েকে নিয়ে তার জীবনে স্থান দিয়েছিল তাই অনেক। বাবার জন্য যেদিন পুরো হাসপাতাল কাঁপিয়ে কান্না করে ছিলাম, তার চলে যাওয়ার পর মাসের পর মাস কান্না করতাম সেই আমার জীবনের ভালবাসার মানুষ টার চলে যাওয়ার পর একাকিত্ব নামক এক রোগে আক্রান্ত হলাম, আর তা থেকে বের হয়ে আসার জন্য তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া আর সেই মানুষ আমাকে আজ কাঁদাচ্ছে দিন রাত। কমন সেন্সে আমার মাথায় এরকম কখনো মনেই হয়নি যে ও আমার সাথে এরকম কিছু করবে।
এখন আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনা। ভয় হয় এই বুঝি কেউ আমাকে মেরে বসলো যদিও আমি ভুলেই গিয়েছিলাম আমি কারাটে জানা একজন মেয়ে, যার সাথে স্কুলে/কলেজে এবং এখন ও কোন ছেলে ফাইট করতে আসলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আমার কমন সেন্স থেকে কেন জানি তাকে আঘাত করার ইচ্ছা কখনো হয়নি। সুখে থাকুক সবাই যারা তার প্রিয়জনকে কাছে পাচ্ছে/দূরে থেকেও ভালবেসে যাচ্ছে।
আমার কমন সেন্স কেন জানি কাউকে এখন ট্রাস্ট/ কাছে টেনে নিতে ভয় পায়। কারো জন্য এত এফোর্ট দেয়া আমার উচিত হয়নি।তাকে পাগলের মত ভালবাসা আমার উচিত হয়নি। তাই বলে তাকে কখনো অভিশাপ আমি দেইনি। দিন শেষে সে আমার সত্যিকারের ভালবাসার প্রাক্তন।
কমন সেন্স মানে আমার কাছে বুকের ভিতরে এক বিশাল ক্ষত যা কেউ জানেনা। হয়ত সত্যিই আমার একদম ই কমন সেন্স নেই। ধন্যবাদ প্রাক্তন তোমাকে আজ আমি একা থাকতে, কষ্ট সহ্য করতে আর কাউকে বুঝতে না দিয়ে চোখের পানি মুছে পরিবারের সাথে রেগুলার কাজ কর্ম করতে শিখে গিয়েছি। শুধু এখন রাগ বেড়ে গিয়েছে তাই বলে তোমার জন্য আমি এক গাদা ঘুমের মেডিসিন নেয়া, হাত কাটা এবং ব্ল্যাক মেইল কোন কিছুই করিনি। আর তোমাকে বলব না আমার সাদা পান্ডা/ একটু শেষ বার তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছা। এখন আমি আমার পরিবারের জন্য একজন ফ্যামিলি ম্যান। সব স্বাভাবিক আছে, খুব নরমাল ভাবে চলছে যদিও ২বার তোমাকে কল করে কান্না করাটা আমার কাছে আজ বোকামি মনে হচ্ছে। নিজের মধ্যে ম্যাচুরিটি নামক শব্দের স্থান হচ্ছে। তোমার ও তোমার বর্তমানের জন্য শুভকামনা।
Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a comment