হ্যালো, আমি একজন ২০ বছর বয়সী ছেলে। আমার মনে হয় আমি বাই সেক্সুয়াল আবার মনে হয় না আমি ওসব কিছুই না আমি স্ট্রেট হয়তো খানিকটা পার্ভার্ট। কিশোর বয়সে আমি নগ্ন নারী কল্পনা করতাম। সবাই করে। সমাজের চোখে ওটাই স্বভাবিক। কিন্তু আমি কেন জানো নগ্ন পুরুষ ও কল্পনা করতাম। তবে প্রচন্ড প্রেশার ফিল করতাম। মনে হইতো, আমি একটা ট্যাবুর মধ্যে দিয়ে যাচ্ছি। বড় হলাম, ঘটনা চক্রে আমার গার্লফ্রেন্ড ও হলো। কিন্তু পুরুষদের নগ্ন দেহের প্রতি আমার আকর্ষন যায় নি। সমপ্রেম হয়তো আমি কোনোদিন অনুভব করিনি। অনেক আগ থেকেই আমার রিলেশন ছিলো। তাই ওই ফ্রেন্ড ছাড়া ওভাবে কারো সাথে আমার কথা হয়নি যে মনের দিক থেকে আকর্ষিত হবো।

এখানেও আমি আরেকটা প্রেশার ফিল করি, রিলেশনে থেকেও গে পর্ন দেখা, ট্রান্স পছন্দ করা। এই ব্যাপার গুলো কিরকম?  

 আর ওই যে পুরুষ হয়ে অন্য একটি পুরুষ দেহের প্রতি প্রচণ্ড ভাবে সেক্সুয়ালি এট্রাকশন ফিল করি। এখন আমি কি? আমি পার্ভাট নাকি বায়োসেক্সুয়াল?  আমার মতন কি আর কেও ফিল করে? না আমি একাই???

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.