ঘুম আমার সোনার হরিণ

মাঝেমাঝেই রাতটাকে খুব বিশাল লম্বা মনে হয়।

২ টা বেজে যায়…

৩টা বেজে যায়…

৪টাও বেজে যায়…

বেজে যায় ৫ টাও…

ভোরের আলো কিছুটা জানালা দিয়ে যখন উকি দেয় তখন ও আমার চোঁখ দুইটা খোলাই থাকে।

ঘুম নামক সোনার হরিণের দেখা তো পাই ই না।

তার মধ্যে আবার একাকীত্বতার যন্ত্রণা এসে আমাকে আঁকড়ে ধরে খুব শক্তভাবে।

একরাশ শূন্যতা অনুভব করি আমার মনে।

মনে হয় বিশাল এই পৃথিবী’তে একটা মানুষ ও নাই যাকে খুব অধিকার নিয়ে বলতে পারবো ‘এ্যাই আমার না ঘুম আসছেনা খুব একা লাগছে তুমিও কি জাগবা একটু আমার সাথে??

এমন মানুষ নাই যে বলবে তোমাকে ঘুম পাড়িয়ে তবেই আমি ঘুমোতে যাবো।

সারাদিন যায়, বিকেল যায়, যায় সন্ধ্যাও ভালোই থাকি সবাইকে নিয়ে।

মনে পরেনা আমার যে একটা ‘তুমি’ নেই।

কিন্ত এই রাত হলেই সমস্ত যন্ত্রণায় আমি পুড়ে মরি।।

হতাশ লাগে এই ভেবে কেনো আমার একটা ‘তুমি’ নাই…?

যে একটুখানি হলেও ছটফট করবে আমার কন্ঠটা একটু শোনার জন্য…

কিংবা সেল ফোনের স্ক্রীনে তাকিয়ে বারবার অস্থির হবে আমি কেনো কল দিচ্ছিনা এইভেবে!!

সকাল হলেই বুঝতে পারি আমার কপালে এসব নাই। আমার জন্য কারো হার্টে বিট হয়না। আমার জন্য কেউ অপেক্ষা করেনা।

আমার নীরব কান্নার আওয়াজ কারো হৃদয়কে একটুখানি ও স্পর্শ করেনা!!

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.