
তোমাকে প্রথম দেখেছিলাম মাঠের এক কোণে বসে কান্না করতে।তোমার সেই অশ্রু ভেজা নয়নের প্রেমে পড়েছি।তার পর তোমার পিছু নেওয়া শুরু করলাম।অনেক কস্টে তোমার খোঁজ পেলাম।জান কী আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোমার সেই বাচ্চা বাচ্চা হাসি তারপর সেই হাসি দিয়ে নিজের কস্ট গুলোকে লুকিয়ে রাখ।তুমি তার জন্য নিজের চোখের জল ফেল যে তোমার যোগ্য নয়।জান কী এই দুনিয়ায় সবচেয়ে royal কে? সে হলো চোখের জল।তাই তার কথা ভুলে যাও।আমি তোমাকে সত্যি ভালোবাসি।তুমি ছবিতে যতটা সুন্দর বাস্তবে তার থেকেও অধিক। কিন্তু বিশ্বাস করো তোমার চেহারা নয় তোমার মনকে ভালোবাসি।
তোমার পোস্ট অন্য কে হাসায় কিন্তু তুমি নিজে কতটা কস্টে আছো তা আমি জানি।একবার আমাকে ভালোবাস প্রিয়। তোমাকে সারাজীবন আগলে রাখব
Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a comment