জীবনযুদ্ধে

কজন সমকামী হিসেবে জীবনযাপন করা কম কষ্টের না। প্রথমে নিজেকে বোঝা, নিজেকে মানা, পরিবার, বন্ধু, সমাজ কে মানানো এসবকিছুই যুদ্ধের মতো।

কেউ কেউ সব বাধাই অতিক্রম করতে পারে কেউ না পেরে বাধ্য হয়ে একটা ভীতিকর অসহায় অবস্থায় পরে। 

জীবনে প্রথম কারো প্রেমে পড়া প্রথম তাকে বলতে না পারা আবার বললেও সে ভালোবাসা হারিয়ে ফেলা সেটাও কম কষ্টের না। বয়স যখন ২২ এ পদার্পণ করে পরিবার থেকে প্রেশার টা ও কম অসস্থিকর না। কিন্তু এসবকিছুর চাইতে এই যে এক একাকিত্ব???  বেশ কষ্টের, বেশ অসহ্যকর। মনের কথা কাউকে বলা যায়না, মনের ইচ্ছা স্বপ্ন সব চাপা দিয়ে রাখার চাইতে কষ্ট আর কি হতে পারে!

একটা মেয়ের জন্যে এটা যে কতোটা বিষন্নতা সেটা যদি এই সমাজ,এই মানুষ গুলো বুঝতো। না চাইতেও আনমনে নিজের বিপরীতে একটা মেয়ে কে জীবনসঙ্গী হিসেবে চাওয়া টা যে মাঝে মাঝে নিজের কাছেও বিরক্তিকর লাগে এই ভেবে যে কেনো আমি এমন সেটা যদি এই সমাজ জানতো।

কেউই কিচ্ছু জানেনা 

তবু জীবন  চলে জীবনের নিয়মে। পরিবারকে ও নিরাশ করতে খুব কষ্ট হয়, কিন্তু মনের বিরুদ্ধে কি যাওয়া যায়???

লুকিয়ে লুকিয়ে বাচা টা কেমন যেন! 

মা কে বলে দিয়েছি বিয়ে আমি করবোনা, কখনোই না। মা ভাবে আমার ছেলেমানুষী এখনো শেষ হয়নি আমি অনেক অগোছালো সুন্দর ভাবে সাজতে জানিনা আর দশটা মেয়ের মতো গুছিয়ে চলতে পারিনা তাই বিয়ে করতে চাইনা। তবে আজকাল বেশ ৩ টা প্রশ্ন প্রায়ই আমাকে ইমোশনাল করে ফেলে।

একা চলা কি এতো সহজ??? দিন শেষে কে তোর পাশে থাকবে? তোর একটা বিপদ বা অসুস্থতায় কে তোর খেয়াল রাখবে?

পারবিনা একা থাকতে এতো সোজা নাই।

আসলেই খুব হাসি পায়, দুঃখে না নিজের হাল দেখে জানিনা।

Source: BAH ( Bangladesh Against Homophobia )

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.