তখন বয়স ছিলো ১৪ আমার। একটি (মেয়ে) ক্লাসমেট যদিও বয়সে কিছুটা বড়। যাকে ভালো লাগতে লাগতে এতটাই ভালো লেগেছে যে ১ মুহুর্তনা দেখলে বুক ধড়ফড় করতো। ৩ বছর পড়েছি মনে মনে ভালোবেসছি । এরপর অন্য প্রতিষ্ঠানএ ভর্তি হয়েছি। একটি মেয়ে আরেকটি মেয়েকে এতই ভালোবাসে জানতাম না। অনেক একাকিত্ব লাগতো,,,, কিন্তু মামা বাবা ১৭ সালে বিয়ে দিয়ে দিলো তবে আমার পরিবার ইসলামী মাইন্ডের তাই মুখ ফুটানোর সাহস নাই। আর আমি আল্লাহকে অত্যান্ত ভালোবাদি ভয় করি।বিয়ের পর বেবি হলো। কিন্তু হাজবেন্ড পড়ছে চোর বাটপার, চরিত্রহী। আমি সরল ছিলাম ফেমিলির লোক এসব দেখে বিয়ের ১ বছর পরই নিয়ে আসে।এখন বুজালাম যা আমি চাইনি আল্লাহ নিজে নিজে তা সরিয়ে দিছেন। কারন বিয়ে ভাঙার পিছে আমার হাত ছিলনা,হ্যা ১৯ সালের শুরুতে বুজলাম লেসবিয়ান কি।ঘাটলাম প্রচুর,দেখলাম আমিও তাই। আজো ছেলের প্রতি ক্রাশ খাইনি। মেয়েদের প্রতি দুর্বল।যদিও আমি স্বভাবে অনেক ভিতুরে। কেউ বুঝেনি।এই গ্রুপ টা ৮ মাস ধরে ফ্লো করি,একটি মেয়ের সন্ধান পেয়ে সব বল্লাম। সে আমার প্রতি দুর্বলহয়ে গেলো। আমি ধিরে ধিরে অগ্রসর হই । সে আগে ধোকা খেয়েছে। খুব ভালো দুজন দুজনের সব যাছাই বাছাই করলাম ৩ মাস। আমরা ভিন্নধর্ম। তবে ভালবাসা অনেক মজবুত। ৫ মাস রিলেশন। আমার রাগ বেশি সে খুব নরম তাই তাকে কস্ট দেই না বুঝে। আবার চলছেই । আমার বাচ্ছার জন্য সে পাগল।আমি মারলে রাগ করে।ওকে নিজের চেয়েও বেশি ভালবাসে। আমি পেশায় প্রাইভেট টিচার। একটা ভালো জব বা বিজনেস করে ২১ সালে আমরা থাকবো।ওর পক্ষ থেকে বেশি সিরিয়াস৷ পাগল হয়ে যায় এক ঘন্টা কথা না হলে। আমার ৪ বছর ছোট সে। আমি রাগারাগি বেশিইকরি । যদিও আল্লাহকে খুব ভয় পাই পর্দা করি তবুও মনের সাথে যুদ্ধ করে পারছিনা। সবার মতামত চাই। কিভাবে এক সাথে থাকে এই কাপল রা সেই পরামর্শচাই। ধন্যবাদ পেইজ টিকে। ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.