নামহীন সম্পর্ক

কোথা থেকে শুরু করবো এটা ভাবলেই লিখা বড় হয়ে যাবে ভেবে লিখা হয় না। আমার ক্যাম্পাসে অনেক বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সত্য ঘটনা বলে সেবা নেওয়া হয়নি। কারণ, বিষয়টা সমাজে অচ্ছুত। পুরো মানসিক জটিলতাটা সমপ্রেম সম্পর্কিত।

উল্লেখ্য, ঘটনা শুরুর পূর্বে আমি দীর্ঘ ৩ বছর ৯ মাস একটা সমকামী সম্পর্কে আবদ্ধ থাকি। সম্পর্কটা শেষ হয়ে যায়। দীর্ঘদিনের সম্পর্ক ভাঙ্গায় আমি মানসিকভাবে তখন যথেষ্ট দূর্বলতম অবস্থার মধ্য মধ্য দিয়ে যাচ্ছিলাম। এরইমধ্যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় এবং আমি ২৭/১২/১৭ তারিখ হলের গণরুমে উঠে যাই।

ঘটনার শুরু ২রা ডিসেম্বর, ২০১৭। আমার একজনের সাথে পরিচয় হয় ফেইক একাউন্টে। সেখান থেকে কথাবার্তার শুরু। আমি তাঁর সাথে কথা বলে হালকা অনুভব করতে থাকি এবং বিষয়টা খুব দ্রুত ঘটে যায় যে আমি সিদ্ধান্ত নিই এই ভদ্রলোক প্রস্তাব দিলে আমি প্রেম করবো।এবং সেইমতো তিনি ১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আমাকে ৩ বার ‘আমি তোমাকে ভালোবাসি’ সহ বেশ বড়সড় প্রস্তাব দেন।

আমি প্রস্তাবে সাড়া দিই এবং সেটা ৩১ ডিসেম্বরের মধ্যে তাকে জানিয়ে দিই। এভাবে দুজনের খুব ধীরগতিতে সম্পর্কের পথে পা বাড়াই।তিনি আমার পাশের হলে থাকেন এবং আমারই অনুষদে চতুর্থ বর্ষে পড়েন।

তিনি সেই সময় শীতকালীন ছুটিতে নিজ জেলায় অবস্থান করছিলেন। আমি ইতোমধ্যে নতুন ক্যাম্পাসে তাঁর বিভাগ ও হল ঘুরে ঘুরে দেখে নিয়েছি। তাঁর সবগুলো বিষয়ের প্রতি একাত্মতা অনুভব করার স্বার্থেই কাজগুলো করা। উল্লেখ করলাম একারণে যে, তাঁর হল আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে পরেছে যে, আমি এখনও হলের নেইমপ্লেটটা ছুঁয়ে দেখি। হলটা আমার আপন হয়নি!

Source: BAH (Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.