আমি আমার জীবন নিজেই ধংষ করেছি। না এই জীবনে শান্তি পাচ্ছি এখন আর সে জীবনে কি হবে আমার তা কল্পনা করতে পারছি না।

একজন মেয়ে আমার মন কেড়ে নিল হঠাৎ। আমি কথা বলতে অনেক আগ্রহী থাকায় আমাদের দেখা হল। তাকে পেয়ে আমি আমার দুনিয়ার সব ভুলে যাই। সম্পর্ক কি জিনিস তা বুঝতে শিখি। একদম মনের ভেতরটা আক্রে ধরছে তার সব কিছু।

আমি ছেলেদের উপর থেকে একেবারে আকর্ষন হারিয়ে ফেলি। আগের কথা গুলো ভাবলে আমার গাঁ শিন শিন করে ওঠে যে এখন আমি এক জন মেয়ের সাথে আছি এই আমি আগে একজন ছেলেকে দেখে ক্রাশ খেতাম? আমার মন থেকে ছেলে নিয়ে সব ইচ্ছা চলে যায়। একটা ছেলের সাথে বিয়ের কথা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় এখন। ঘৃণা আসে ছেলেদের সাথে শারিরীক কিছু ভাবতে গেলে।

কাহিনি শুধু এখানেই শেষ না। অন্য কোন মেয়ের প্রতি আমার এমন ইচ্ছা আসে নাই। আমি সমকামী এটা জানার পর আমি অনেক সমকামি মেয়েদের কথা বলেছি কিন্তু বিরক্ত বোধ করেছি প্রত্যেকবার। ছেলেদের সাথে কথা বলে জীবনে সঠিক পথে আসার চেষ্টা করেছি সেটা আরো বিরক্তিকর ছিল।

তার সাথেই আমার প্রেমের সম্পর্ক হয় শুধু। তাকে ছাড়া মানসিক সমস্যায় ভুগি আমি যখন কথা বন্ধ থাকে। সব নষ্ট হয়ে যায় আমার তার সাথে যোগাযোগ না থাকলে। নিজেকে অপরাধী মনে হয় তাকে ছেড়ে আরেকজনের সাথে সম্পর্ক করার কথা ভাবলে। আমি যে তাকে সত্যি ভালবাসি এটা সে বুঝতে পারে। সেও আমাকে খুব ভালবাসতে শুরু করে দিন দিন…

জীবনের সব জটিলতার কথা বাদ দিয়ে আমার সাথে প্লান করলো আমাকে তার কাছে রাখার। কারন আমার বাসায় বিয়ে নিয়ে কথা চলছে অনেক দিন যাবত। আমি তার এই কথাতে রাজি হোই আর বলি যে আমার বিয়ে নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়ে গেলে আমি পালিয়ে আসবো তোমার কাছে, তুমি শুধু আমার পাশে থেকো।

সে আমাকে বলেছে আমি তার কাছে চলে আসলে আমাকে সব সব মেনে নিতে হবে যত কষ্টকর বিষয়ই হউক। কিন্তু তার পরিবার ও সবাই জানবে আমি শুধু তার বান্ধুবি। যদি তার পক্ষ থেকে আমাকে কেউ বাধা দেয় তার সাথে থাকতে তাহলে সেটা পরে বুঝবে।

আমাকে বিয়ের জন্য দেখতে আসল এবং পছন্দও করল। এসব কাহিনি আমি আর নিতে পারছিলাম না। পরিবার আমাকে বিয়ে দিবেই এবার। আমি জীবনেও পরিবারের কাছে আমার সম্পর্কের কথা বলতে পারবো না। আর যাকে ভালবাসি তাকে ছাড়া থাকাও আমার জীবন হয়ে যায় মৃত মানুষের মত। তাই আমি তাকে বললাম আমি সব ছেড়ে এখনই আসছি তোমার কাছে। কারণ বিয়ের তারিখ ঠিক করার পর আসলে আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে তার চেয়ে ভাল আমি এখনই বের হয়ে যাই যেহেতু চলে আসার প্লান আছে আমাদের। পরের চেয়ে আগেই ভাল।

পরিবার অর্থ-বিত্তের মায়া ছেড়ে চলে যাই বহুদূরে। আমি যাওয়ার পর আমার পরিবারের কথাবার্তা শুনে সে আমাকে বললো তুমি বাসায় চলে যাও, সবাই অনেক চিন্তা করছে তোমার জন্য। এটাই তোমার জন্য ভাল হবে। সে এখানে প্রতারণা করে নি। হয়তো বাস্তবতার কথা ভেবে আমাকে বলেছে এই কথা। এক বার বলছে রাখতে পারবে আবার বলছে চলে যাও…

আমি মানসিক ভাবে অসুস্থ অনুভব করছিলাম তার বাসায়ও। তার পরিবার আমাকে তার বান্ধুবি হিসাবে কয়দিন রাখবে? আর আসল সম্পর্কের কথা জানলে কেউই মেনে নিবে না! সত্যতা জানানো অসম্ভব। আমার কথা বাদই দিলাম.. তার নিজের ভবিষ্যৎ কি? সেটাও আমি জানি না।

ওর সাথে থাকার জন্য আমি সারাজীবন কিভাবে যুদ্ধ করবো? কোন সমস্যা হলে কে সাহায্য করবে আমাকে? তার পরিবার আছে তার কাছে কিন্তু আমার কে আছে সে ছাড়া? সে যদি আমার পাশে কোন কারনে না থাকে তখন আমার কি অবস্থা হবে? একটা সম্পর্কের জন্য এতো ত্যাগ স্বীকার?

আমি বাসা থেকে বিদায় নিয়ে নিলে আমার বাসায় আমার আর স্থান থাকবে না। আমি অসহায় তখন। আমি আমার সত্যতা কেউকে বলতে পারবো না, সেও বলতে পারবে না।

কিন্তু আমার কি হবে, আমি কেমন থাকবো তার কোন গ্যারান্টি নাই। ৫ বছর বা ১০ বছর কাটল এর পরে আমি কত দিন বাচি কে জানে? আমার ও তার যখন ৫৫ বছর পেরিয়ে যাবে আমাদের কি হবে? আমাদের পাশে শক্তি কে হবে? বা সে কি আমাকে আর নিয়ে বিরক্ত হবে না? বাবা মা বুড়ো হয়ে গেলে তার আপন সন্তানরাই রাস্তায় ফেলে দেয় আর পরিবারহিন আমি বুড়ো হয়ে গেলে আমার স্থান কার কাছে হবে? এখন আমি শক্তিশালী তাই কাজ করতে পারবো কিন্তু দূর্বল তো হয়ে যাবো এক সময়… আমি সব অন্ধকার দেখছিলাম।

সুশান্তের কাহিনি দেখে নিজেকে কল্পনা করতে থাকি.. শেষ মেশ ভাবছিলাম আত্মহত্যা কি কোন সমাধান হবে আমার এই ঝামেলার? অবশ্যই এটা আমার সমাধান হবে কিন্তু আমার মধ্যে নিজেকে মেরে ফেলার সাহস হল না। পরকাল আমার এখনি শুরু হয়ে যাবে তা ভেবে আমি স্তব্ধ হয়ে গেলাম।

আমার পরিবার আমাকে যেতে বললো বাসায়.. আমি আবার ফিরে আসলাম আমার বাসায়। তার সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিন্তু আমি ভেতরে আবারও মরে গেছি। না আমার বিয়ের কোন ইচ্ছা আছে না অন্য মেয়ের সাথে কথা বলার না যার সাথে সম্পর্ক আছে তার সাথে ভালবাসার মুহূর্ত কাটানোর। আমার মন ভাল নেই। চুপ চাপ বসে আছি আর ভাবছি আমার জীবন কি এমন হবার কথা ছিল?

আমি তাকে অনেক ভালবাসি কিন্তু এই ভালবাসার কোন স্থান নেই। না এই পৃথিবীতে না পরকালে। জীবন অনেক কঠিন। জীবনকে সহজ করে নিতে হবে। সঠিক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম আলোর পথ। ইসলামে এমন কোন কথা নেউ যেটা আমাদের জীবনের জন্য ভুল। আল্লাহ বলেছেন বিয়ের আগে যে কোন প্রেমের সম্পর্ক করা হারাম এবং সমকাম হলো মহাপাপ। এই কথা টা মেনে চললেই এতো ঝামেলা হতো না। প্রেম করাই হারাম আর আমি হয়েছি সমকামী। অভিশপ্ত জীবন আমার। নিকৃষ্ট কাজের ফল কি হতে পারে তা কল্পনা করতে পারছি না। আল্লাহ আমাকে ও আমার বান্ধুবিকে এবং পৃথিবীর সবাইকে হেদায়েত দান করুক। আমিন।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.