আমার প্রথম সম্পর্ক টা হয় স্কুলে যখন পড়তাম তখন। ও বেস্ট ফ্রেন্ড ছিলো আমার।  কিন্তু  তখনও আমরা সমকামিতা ব্যাপারটা জানতাম না। জানতে পারি ব্রেকআপের পরে। 

আমরা কেউই কাউকে ছাড়িনি আসলে, পরিস্থিতি আমাদের দুজনকে দুজনের কাছ থেকে ছাড়িয়েছে। মেনে নেয়াটা সহজ ছিলো না,কিন্তু মেনে নিতে হয়েছে।

ভেবেছিলাম আর কখনও কারও সাথে জড়াবো না,একাই থাকবো। কিন্তু ইদানিং অনেক বেশি একা লাগে। অপেক্ষা করি  নতুন কারও জন্য।  

হ্যাঁ, আবার নতুন করে স্বপ্ন বাঁধতে শুরু করেছি। প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি,  কারণ এবার যে আসবে তাকে আর কিছুতেই হারাতে দিবো না।  দোয়া করবেন সবাই 

আমি#

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.