দিনটা ছিলো ১৯ শে ডিসেম্বর।শনিবার।

তার আগের রাতে ঠিকঠাক ঘুম হলো না।ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে রাত পার করলাম।সকালবেলা, তার কল পেয়ে ঘুম ভাঙলো।ঘুম ঘুম চোখে কল ধরার পর হঠাৎ লাফিয়ে উঠতে হলো।কোনোরকম কথা শেষ করেই বিছানা থেকে নেমে এলাম তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে নিয়ে রেডি হলাম।বড্ড দেরি হয়ে গেলো। রাতে এলার্ম দিয়েই শুয়েছিলাম,কিন্তু কোনোকারণে তা বাজেনি।ঘুমোতেও দেরি হয়েছিলো তাই আর জেগে উঠতে পারিনি সময়মতো।সে যাই হোক্..

রেডি হয়ে বেরিয়ে পরলাম।এর মাঝে তার সাথে কয়েকবার কথাও হলো। 

রিক্সায় করে পৌছালাম নদীর ঘাটে।তার জন্য অপেক্ষা করছি। বার বার ঘড়ির সময় দেখছি..

ভিতরে খুব খুশি আর উৎফুল্লতা কাজ করছিলো।এক্সাইটমেন্টে হাত পা কাপছিলো।শীতের মধ্যেও ঘামাচ্ছিলাম।বুক ধড়ফড় করছিলো। দূর থেকে দেখলাম,সে আসছে..

নৌকার গতি অল্প.. একটু পরেই ঘাটে ভিড়বে।আমি সবার মাঝে তাকে খুঁজে যাচ্ছি। হঠাৎ তার দিকে দূর থেকে চোখ পড়তেই আমার ষষ্ঠ ইন্দ্রীয় জেগে উঠলো।হাত পা ঠান্ডা হয়ে এলো!

প্রথম দেখার অনুভূতি বুঝিন এমনি হয়!

হুঁ।তার সাথে আজ আমার প্রথম দেখা।প্রায় সাত মাসের পরিচয়ে সে আজ প্রথমবার এলো আমার সামনে।আহ!কি অপরূপ তার চাহনি। প্রথম দেখাতেই তার প্রতি আমার মায়া লেগে গেলো। সে যখন নৌকা থেকে নেমে আমায় জড়িয়ে ধরলো,আমার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেলো!

একটা অজানা সুখ আমার ভিতরটায় ছেয়ে গেলো..

আমি মুচকি হাসলাম।তাকে সাবধানে ঘাট থেকে রাস্তায় নিয়ে এলাম।ওকে একটা বাচ্চা মনে হচ্ছিলো।তার আচরণও বাচ্চাদের মতো তার সাথে যখন আমার কলে কথা হতো.. বার্তা বিনিময় হতো..

সে আমাকে বাচ্চা বলতো।আদতে তা না।আমরা দু’জনই দুজনের কাছে বাচ্চা!

সে আমার হাত ধরে দাড়িয়ে ছিলো।এই অনুভূতি টা বোঝাতে পারবো না।

আমার হাত ধরে,সে মুগ্ধ হয়ে চারপাশ দেখছিলো।নদী,মানুষজন..

আমাদের এলাকা,নদী,রাস্তাঘাট নাকি তার খুব পছন্দ হয়েছে।পছন্দ হবারই কথা।ঢাকা শহরে একটু খোলামেলা জায়গায় কারই না ভালো লাগে!তাকে দেখে মনে হচ্ছিল, ঠিক যেন বাহিরের কোনো দেশ থেকে সে বাংলাদেশে ঘুরতে এসেছে আর সবকিছু কেমন অবাক হয়ে দেখছে!আমি তার দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছিলাম।তাকে যতই দেখছি,তার প্রতি আমার মুগ্ধতা বেড়েই যাচ্ছে।

তাকে শাসনের শুরে যকন মাস্ক পড়তে বলছিলাম, সে কি সাবলীলভাবে মাথা নাড়িয়ে ‘না,না’ বলে যাচ্ছিলো!আহ!তার সবকিছু আমার ভালো লাগছিলো।।

ভালেবাসার মানুষের সবকিছুই ভালেলাগে কথাটা সত্যি।

তার সাথে কাটানো সারাটা মুহূর্ত আমি তাকিয়ে শুধু তাকেই দেখেছি।তাকে দেখার এ অসুখ কখনোই শেষ হবে না।

সে আমার কাছে একজন অপ্সরা। 

এখনও স্বপ্ন মনে হয় সবকিছু।আজ সত্যিই একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে।।

Source: BAH (Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.