
নীল! জানো এই প্রথম সামনাসামনি তোমায় শাড়ি পড়া দেখলাম, খুব বিস্মিত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম, সম্ভিত ফিরলো যখন ডেকে জড়িয়ে ধরে বললে – ” অনেক দিন পর দেখা হলো” । সত্যিই অনেক গুলো মাস চলে গেল! আমি কিন্তু ভেবেছি, তোমার সাথে পার করা সময় গুলো ভেবে কতবার যে আনমনে হয়েছি তার হিসেব নাই। তোমার হয়তো ভাবার সময় হয় না, আমার জায়গা যে ( যথেষ্ট ) অল্প তা আমি জানি। কিন্তু আফসোস নাই! যট্টুক আছে তাতে আমার দিব্যি চলবে। অহ্ শাড়ির কথা বলছিলাম, একটা ময়ূরকন্ঠি নীল শাড়ি, বড় টিপ, হাতের চুড়ি আর ছড়ানো কাজলে কিন্তু বেশ লাগছিলো তোমায়… তোমার সাথে সূর মিলিয়ে গান গাওয়া, একসাথে হাত ধরে সেই উৎফুল্লে হারিয়ে যাওয়ার সে সময়টা আমি কখনোই ভুলবো না। যাক একসাথে নীল শাড়ি পড়ার স্বপ্নতো পূরণ হলো… মনে আছে “রাহুল আনন্দ” হঠাৎ গান থামিয়ে বলেছিলো , “এই বোকা মেয়েরা তোমরা – ‘প্রিয়তমা, ওগো প্রিয়’ বলো কেন? তোমাদের তো প্রিয়তম” ! আর ঠিক তখনই তুমি বলেছিলে, “কিন্তু আমার তো প্রিয়তমা” আর তারপরই যখন আমার চোখের দিকে তাকিয়ে অপলকে লাইনটা গেয়ে দিলা! ভেতর থেকে তীব্র একটা খুশি অনুভব করছিলাম! আমি জানি এগুলো হয়তো খুব স্বাভাবিক কিন্তু আমার জন্য এই ছোট মুহুর্তগুলোও খুব দামী, যত্নে রাখবো…আর শেষটা হলো বাস এ। একটা গোপন সত্য বলি, তোমার জন্যই “অর্থহীন” এর গান শোনা শুরু করেছিলাম, আর এই গান গুলোই এখন আমার পছন্দের শীর্ষে। কেমন হয় যদি একসাথে “অর্থহীন” এর লাইভ কনসার্টে যাওয়া যায়?! … ক্লান্তি নিয়ে আধো চোখে যখন বাসের জানালার বাইরে দেখছিলে, আমি তখন তোমাকে দেখতে ব্যস্ত! মনে হচ্ছিলো এইতো আর কিছুক্ষণ পরই আর দেখা হবে না…
কখনো ভালোবাসার বিনিময়ে ফিরতি ভালোবাসা চাবো না, বলাই হবে না কতটা গভীর ভাবে ভালোবাসি । কিন্তু একটা কথা কি জানো – আমি তোমাকে যেভাবে ভালোবাসি, যা দেখে ভালোবাসি, সর্বোপরি আমার জন্য তুমি কি , আর কতটা জায়গা জুড়ে আছো তা যদি তোমাকে দেখানো যাইতো তাহলে তুমি নিজেই নিজের প্রেমে পড়ে যাইতা, হাহাহা কারণ আমার কাছে যে তুমিই সেরা…
আর সবশেষে –
“প্রিয়তমা, ওগো প্রিয়
তুমি এই পাগলের ভালোবাসাটুকু নিও” ! ♡
Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a comment