বিয়ে নিয়ে একটা মেয়ে অনেক রকমের স্বপ্ন বুনে। বরাবরই ইচ্ছা ছিল arranged marriage করব।ইচ্ছে পূরণও হয়।কিন্তু নিয়তির কি খেল!আল্লাহ আমার কপালে সুখ লেখে নাই।

বিয়ের দিন রাত থেকেই অনেকদিন আমার স্বামী আমার থেকে দূরত্ব বজায় রাখে। আমি এর কারণ খুঁজে পাচ্ছিলাম না। Arranged marriage হলেও আমরা বেশ কিছুদিন সময় পেয়েছিলাম জানার জন্য। সেই হিসেবে এই দূরত্ব বজায় রাখা আমার কাছে একটু সন্দেহই লাগে। প্রথমে ভাবছিলাম হয়তো শারীরিক সমস্যা আছে তাই এমন করছে। কিন্তু পরবর্তীতে তার কিছু আচরণে আমার মনে হয় সে গে। আমার কাছে প্রমাণ ছিল না। বিয়ের পর থেকেই ইগ্নোর করছিল। এটা মেনে নিতে পারছিলাম না। আমি আসলে এমন কোনো কারণও খুঁজে পাচ্ছিলাম ন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি এমনকিছু না করতে যাতে আমাদের সম্পর্ক টা খারাপের দিকে যায়।তবুও হিসাব মিলাতে পারি নাই। এমন ভাবে অনেক দিন যাওয়ায় আমার স্বামীর ব্যাপারে খোঁজ নিই। জানতে পারি সে গে। বিয়ের আগে আমার মা বাবাকে সে এমনভাবে কনভিন্স করে যে আমার মা বাবা সেভাবে খোঁজ নেয়ার প্রয়োজন মনে করে নাই। আর ওর ব্যবহারও অনেক ভালো যে কারণে কেউই বিয়েতে দেরি করতে চায় নি।

আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার জন্য একটু ফিলিংসও তার কাজ করে না। অথচ আমি এবং আমার পরিবার তার মায়াই কাটাতে পারতেছি না।

সে কেন আমার সাথে এতো বড় প্রতারণা করলো সেই উত্তরই পেলাম না।

মানসিকভাবে অনেক খারাপ সময় পার করছি আমি। যদিও আমি মনের দিক দিয়ে বেশ শক্ত। ধর্মীয় আচার আচরণ পালন করছি, মুভি দেখছি,রান্না করছি।নিজেকে ব্যস্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি তবুও কষ্ট থেকে বের হতে পারতেছি না। নিজেকে একটু শক্ত করি, আবার ভেঙে পরি।

আমার সাথে এমন কেন হলো? এতো বড় প্রতারণা কেন করলো এই ভেবে ভেবেই আমার

মানসিক অবস্থা বেশ খারাপ।

এখানে কথাগুলো শেয়ার করলাম এই জন্য যে এখানে প্রায় দেখি অনেক সমকামী লিখেন যে তাদের জোর করে বিয়ে দেয়া হয়,জীবন নষ্ট হয়ে যায়।স্ট্রেইট হয়েও তো আমার সাথে এক ই কাহিনি ঘটল।এর বিচার কই পাবো?

দয়া করে আপনারা কেউ বিপরীত জেন্ডারকে বিয়ে করে তার জীবন নষ্ট করবেন না প্লিজ।বিয়ে করলে সমকামিতা ঠিক হয়না।

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.