
আজ থেকে ঠিক এক বছর আগে দেখা হয়েছিল আমাদের।ভিসি থেকে ফুলার রোড হয়ে পলাশী অনেক হেঁটেছিলাম সেদিন।তারপর সিনেটে গিয়ে কথা হয় অনেক,নিজেদের কথা ফিউচার প্ল্যান,অতীত আরো কত কি!
এরপর তো আরো দেখা হয়েছিল আমাদের,নীলখেতের বইয়ের দোকানে,সিনেপ্লেক্সে। প্রতিদিন তো নিজেই টেক্সট দিতেন।আমি নিজে থেকে দিতাম না কারণ ভয় হতো দূরে সরে যাবার।
আদতে হয়েছেও তো তাই।আপনি যোগাযোগ বন্ধ করে দিলেন, আমি কথা বললেও আপনার আগ্রহ ছিল না কথা বাড়ানোর।তারপর দেখলাম শুনলাম আপনি শুধু আমাকে না আরো অনেকজনকে এক ই ভাবে ট্রিট করেন।খারাপ লেগেছিল প্রচণ্ড রকমের,আমি ভাবতাম মেন্টালিটি পছন্দ যখন এক ই রকম নিশ্চয়ই কোন কানেকশন রয়েছে।একমাত্র পার্থক্য ছিল আপনি DC ফ্যান আর আমি MARVEL ফ্যান!
আমি বরাবর ই অভিমানী, কারো অবহেলা সইতে পারিনা।কেউ অবহেলা করলে তার থেকে নিজেকে সরিয়ে নিই।তা আমার যত ই কষ্ট হোক না কেন।আপনাকেই আনফ্রেন্ড করি।ভেবেছিলাম আপনি টের পাবেন।পেয়েছিলেন ঠিকি দু সপ্তাহ পর… আপনার জীবনে আমার ভ্যালু কতটুকু বুঝে গিয়েছিলাম।তারপর যখন টেক্সট করলেন কেন আনফ্রেন্ড করি আমি বলেছিলাম প্রাইভেসির জন্য।আপনি বলেছিলেন আপনি এটা ডিসার্ভ করেন না।আপনার অবহেলা তো আমিও ডিসার্ভ করতাম না :)। আমি নিজেকে বাকি দশজনের মত ভাবিনা,আপনার ব্যবহারেও নিজেকে স্পেশাল মনে হয়েছিল,আর সেটাই ছিল আমার মস্ত বড় ভুল।আপনি সাথে সাথে ব্লক দিলেন।আমি ভেবেছিলাম হয়তোবা সরাসরি যোগাযোগ করবেন কি হয়েছিল।জানতে চাবেন সর্ট আউট করবেন, দুজনের এত মিল যখন। তা আর হয়নি।দুজনের ই ইগোতে লেগেছিল, তাই আর যোগাযোগ হয়নি এক ভার্সিটিতে পড়া সত্বেও! আমাকে দেখেও দেখেন না অগ্রাহ্য করতেন।আমি হয়তো এটার ই যোগ্য 🙂
কেটে গেছে পুরো একবছর এখন আর দেখাও হয়না কথা তো দূরের ব্যাপার! আপনার রিভিউ গুলো বইয়ের গ্রুপে এখনো পড়ি,ফ্রেন্ডলিস্টে নেই যেহেতু নোটিফিকেশন পাই না।তাও চেষ্টা করি পড়ার।এই বইমেলায় তো অনেক বই কিনেছেন,পেয়েছেন ও।একটা বই আমার খুব পছন্দের,ধার করতাম যদি সম্পর্ক টা আগের মত থাকতো,তা আর হলো কই!
জানিনা আমার কথা আপনার মনে পড়ে কিনা।আমার তো পরে।চাইলেও কাছে যেতে পারিনা এই ভয়ে যে আপনি কিভাবে রিয়েক্ট করেন!
Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a comment