2003 ক্লাস 5 এ পড়ি। তখন থেকে মেয়েদের ভালো লাগে। তখন লেসবিয়ান বা গে এসব সম্পর্কে কিছু জানিনা। একজন 7 এর বড়ো আপুকে অনেক ভালো লাগতো। উনার হাসি কথা সব ভালো লাগতো। যখোন ই সুযোগ পেতাম উনার আশেপাশে ঘুরঘুর করতাম। স্কুলে খোনোই আমার বেশী ফ্রেন্ড ছিলোনা। এভাবেই 7 এ উঠলাম। তখন আমার ক্লাইমেট তন্নী কে ভালোলাগতে শুরু হলো। ভালো স্টুডেন্ট ছিলো, সুন্দরী  ছিলো। আসতে আসতে আমার মনে আর মাথায় পুরাটাই ও। আমার ফ্রেন্ডরা, ক্লাসের  অন‍্য মেয়েরা সবাই  ছেলেদের নিয়ে আগ্রহী, কেও কেও প্রেম করছে, আবার সেই প্রেমের কাহিনি ও বলাবলি করে বান্ধবীকে। আর আমার  দিন কাটে ত্বন্নীর চিন্তায়। বাসায় যেয়ে ও ওর কথা মাথায়।2003 ক্লাস 5 এ পড়ি। তখন থেকে মেয়েদের ভালো লাগে। তখন লেসবিয়ান বা গে এসব সম্পর্কে কিছু জানিনা। একজন 7 এর বড়ো আপুকে অনেক ভালো লাগতো। উনার হাসি কথা সব ভালো লাগতো। যখোন ই সুযোগ পেতাম উনার আশেপাশে ঘুরঘুর করতাম। স্কুলে খোনোই আমার বেশী ফ্রেন্ড ছিলোনা। এভাবেই 7 এ উঠলাম। তখন আমার ক্লাইমেট তন্নী কে ভালোলাগতে শুরু হলো। ভালো স্টুডেন্ট ছিলো, সুন্দরী  ছিলো। আসতে আসতে আমার মনে আর মাথায় পুরাটাই ও। আমার ফ্রেন্ডরা, ক্লাসের  অন‍্য মেয়েরা সবাই  ছেলেদের নিয়ে আগ্রহী, কেও কেও প্রেম করছে, আবার সেই প্রেমের কাহিনি ও বলাবলি করে বান্ধবীকে। আর আমার  দিন কাটে ত্বন্নীর চিন্তায়। বাসায় যেয়ে ও ওর কথা মাথায়।ওর জন‍্য বেনামী চিঠি লিখি।ক্লাস এ বসে সারাক্ষণ ওর দিকে তাকিয়ে থাকি। ওর হাসি; ওর কথা সব ই ভালো লাগে। আমি জানিনা এসব এর মানে শুধু ভালোলাগে এটাই জানি। এরমধ্যে ক্লাস 10 যখন পরি আমার এক বান্ধবী ওর এক বন্ধু  কে আমার কথা বলে আর আমার  আব্বুর নাম্বার টা দেয় কারণ তখন আমার মোবাইল ছিলোনা। কিন্তু আমি জানতাম না। আব্বুর ফোন এ অপরিচিত একটা নাম্বার থেকে ম‍্যাসেজ আসলো। ছন্দ লিখা। এভাবে  5 6 দিন টানা ম‍্যাসেজ আসলো। ভাবলাম   রিপ্লাই দেই। জানতে চাইলাম কে। এভাবেই কথা শরু। ফ্রেন্ডশিপ হলো। তখন  5 টাকায়   500 এসএমএস পাওয়া যেতো। আস্তে আস্তে আনেক কথা শুরু হলো। ফ্রেন্ডশিপ টা ক্লোজ হলো। 1 বছরে আমরা বেস্ট ফ্রেন্ড। সবকিছু শেয়ার করি। হঠাৎ একদিন প্রোপোজ করলো। আমাদের তখোনো দেখা হয়নি। শুধু ফোনে কথা হয়। আমি অনেক ভাবলাম। ভেবে দেখলাম ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে, আর  আমাকে বুঝে। রাজি হলাম। রিলেশন শুরু হলেও আমাদের সম্পর্কে কোনো চেন্জ হয়নি।পরে জানতে পারলাম ও আমার ফ্রেন্ড এর ফ্রেন্ড। সমস্যা হয়নি তাতে। কিন্তু পরে জানলাম  আরও কিছু মিথ্যা বলেছে আর।আমার ফ্রেন্ডের ছোটো বোন ওকে পছন্দ করে।আর আমার সাথে যে ওর এখোনো কথা হয় বা আমরা রিলেশন এ আছি এটা আমার ফ্রেন্ড জানতো না। আমার কাছে শোনার পর আমার ফ্রেন্ড ওকে প্রেসার দেয়  সব সত্যি আমাকে বলার জন‍্য।  সব মিলিয়ে ব‍্যাপার গুলা খুব বিরক্তিকর হয়ে গেল। আর সহ‍্য হোলো নি রিলেশন ব্রেক করলাম। আসলে তখন বুঝি নাই যে এই রিলেশন টা আমার কিছে এত ইমপরটেন্ট ই ছিলো না। ও ভালো বন্ধু ছিলো ভালো লাগতো কথা বলতে তাই হয়তো রাজি হয়েছিলাম। কলেজে ভর্তি হলাম। গার্লস কলেজ। চলছে লেখাপরা। নতুন 2 জন বান্ধবী হলো। ক্লাস শুরু হওয়ার দেড় মাস পর নতুন এক মেয়ে আসলো ফেরদৌস। যাকে আগে থেকেই চিনতাম আমাদের স্কুলের ই কিন্তু কখোনো কথা হয়নি কারণ ওদের গ্রুপ ব‍্যাকবেন্চার ছিলো। সবসময় ফাইজলামি করতো। যাইহোক কলেজে প্রথম দিন এসে আমার পিছনে বসলো। ওর স্কুলের বান্ধবী সুরাইয়া তখন আমার কলেজ ফ্রেন্ড।সেই সুবাদে ও প্রথম কথা বলে আমার সাথে। বুঝতে পারিনি এই কথা বলা ই আমার সর্বনাশ ছিলো।।।।

আমার

Source: BAH ( Bangladesh Against Homophobia)

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.