
ও ছেলে,
তুমি বেশ বড়সড় ভাগ্য নিয়ে পৃথিবীতে এলে-
একজন দুর্দান্ত মেয়ে তোমায় ভালোবাসবে,
তোমায় না পাওয়ার ব্যথা নিয়ে কাঁদবে,
তুমি তাকে যেও না তো ফেলে,
ও ছেলে।
সে মেয়ের নাম দিয়েছি আমি,
সে মেয়ের প্রেমে নাকি অল্প একটু পড়েছি,
তবু, রাত জেগে নিজেই নিজেকে বুঝিয়েছি খুব,
ভালো থাকবে হয়তো তোমায় পেলে,
কারণ, তুমি ছেলে।
ভালোবাসা নদীর মতো বয়,
কারো কারো ভালোবাসা যায় যে বিফলে,
তোমারটা সফল হবে জেনো,
মেয়েটারে রেখো তুমি ভালো,
ছেলে, তুমি অন্যরকম ভাগ্য নিয়ে এই দুনিয়ায় এলে,
কারণ, তুমি ছেলে।
আমার অনেক ঈর্ষাকাতর মন,
মরার পরে ঈশ্বর যদি চালায় কথোপকথন,
জানতে চাইবো, কেন এমন জীবন দিলে?
তুমি ভালো থাকো,
মাথা রাখো খুব আদরে প্রেয়সীর কোলে,
কারণ, তুমি ছেলে।
Source: BAH( Bangladesh Against Homophobia)

Leave a comment