
আমি একজন মেয়ে।কিন্তু আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি আমি একদিন ছেলে হয়ে যাবো।আমি দরকার হলে সার্জারি করাবো।আমার একজন খুব ঘনিষ্ঠ বান্ধুবী ছিলো,আমরা পরস্পরকে পাগলের মতো ভালোবাসতাম।সামাজিকতার ভয়ে সে হারিয়ে গেছে।রেখে গেছে আমার বুক ভর্তি হাহাকার।আমি তাকে বলেছিলাম আমি ফিরে আসা অবধি অপেক্ষা করতে।আমি একজন হবু ডাক্তার।তাই আমার বিশ্বাস আমি নিশ্চয়ই নিজের পছন্দমতো নিজেকে পাল্টে ফেলতে পারবো।কিন্তু তার নিকট আমি হয়তো দুর্বোধ্যই থেকে গেলাম।এখানে কেউ কি আছে যে আমাকে বিশ্বাসকরে থাকতে পারবে?সত্যিই আমি ছেলে হয়ে ফেরত আসবো।শুধু এক মুঠো ভালোবাসর লোভে… আমি আমার তারুসীকে খুঁজে হয়রান।কেউ আমার তারুসী হবে কি?সে তো আমাকে কবি বানিয়ে চলেই গেলো (ছদ্মনাম)
Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a comment