
Hi guys… This is a learner, 18+, male, homosexual. It is noticed that there are a lot of people in this group who are depressed. I know the reasons because I have also crossed such a stage of depression but I have been able to come out from it. I have shared my story before and you guys appreciated it. This is my second post. Today I am just here to throw some questions on you. Let’s answer and judge is yourself own… ( সবার সুবিধার্থে বাংলায় লিখলাম )–আপনি যদি ডিপ্রেসড হন প্রথমত আপনার কি মনে হয় আপনি কেন ডিপ্রেসড? এটার কারণ কি এটা যে আপনি LGBTIQA+ কমিউনিটির কেউ একজন? কারণ কি এটা যে আপনি এমন একটা দেশে আছেন যেখানে সেকশন 377 আপনার ব্যক্তিত্বকে দমিয়ে রাখছে? কারণ কি এটা যে আপনার ধর্ম আপনাকে বাধা দিচ্ছে আপনি হতে?নাকি কারণ এটা আপনি একাকীত্বে ভুগছেন?আপনি চাচ্ছেন আপনার বন্ধুবান্ধব-পরিবার আপনাকে জানুক,আপনি যেমন তেমনভাবে আপনাকে চিনুক ও সম্মান করুক,গ্রহণ করুক?নাকি এটা যে আপনি নিজেকে নিয়ে দ্বন্দ্বে আছেন,আপনি নিজেকে নিজে লজ্জিত?? নাকি এ সবগুলো কারণ বা একাধিক কারণ আপনার জন্য খাটে?
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, Acceptance is the first thing you want in our community to live well… এই Acceptance টা পরিবার বা সমাজের হবার আগে প্রথমে নিজের কাছে নিজের Acceptance টুকু দরকার.. আপনি একজন Homosexual, Bisexual, Asexual, Transgender, Queer বা আর যাই হোন, আপনি প্রথমত আর পাঁচজন Heterosexual বা Straight মানুষের মতোই মানুষ! Straight না হলে কি সমস্যা, Straightforward হওয়াটাই জীবনে শান্তিতে থাকার একমাত্র উপায়.আপনি এমন একটা দেশে বাস করেন, যেখানকার আইন বা সমাজ আপনাকে গ্রহণ করবে না,আপনার পরিবার আপনাকে গ্রহণ করবে না.. এটা নিয়ে আফসোসের তো কিছু নেই.. নিশ্চয়ই So called Straight people জাহির করে বেড়ায় না যে তারা Straight!তাহলে? Heterosexuality এর মতো আপনার Sexuality ও একটা Sexuality!তাহলে আপনি অযথা জাহির করবেন কেন? আপনার Life, আপনার Decision..হ্যাঁ!আপনার পরিবারকে হয়তো একসময় জানানোর প্রয়োজন পড়বে,কারণ আমাদের সোসাইটি একটা সময় আপনাকে চাপ দিবে বিয়ের জন্য! If you are not interested to get married with a girl, then you should obviously reject that proposal. কিন্তু Confession এর আগে আমার যতটুকু মনে হয়- আপনাকে Economically Dependent হয়ে যেতে হবে,কারণ ফ্যামিলি যদি Understandable না হয় বা Conservative বা রক্ষণশীল হয় তাহলে যেন আপনি নিজেকে চালাতে পারেন তার ব্যবস্থা তো থাকা চাই!তাই না?? পৃথিবীতে প্রতিটা মানুষই Unique, কিন্তু আপনি যদি নিজেকে শুধুমাত্র Sexuality র বেসিসে আলাদা ভাবতে শুরু করেন,নিজেকে ঘরবন্দী করতে ফেলেন, Friends- Relatives থেকে দূরে রাখেন তাহলে কি হলো? কিসের শাস্তি দিচ্ছেন নিজেকে? তাহলে কি আপনি মনে করেন আপনি কোনো অপরাধ করেছেন তার মানে মূর্খের আইন Section 377 সত্য হয়ে গেল? আপনি আর পাঁচজনের মতোই Normal না ভাবা পর্যন্ত কখনোই আপনি Straight forward হতে পারবেন না.. আমাদের LGBTIQA+ কমিউনিটির প্রবলেম কি,আমরা সবসময় নিজেদের Sexuality নিয়ে খুব বেশি ভাবি,কি হবে?আমি এমন কেন?BLAH BLAH.. ভেবে লাভ আছে? আপনি নিজেকে এমন বানিয়েছেন? তাহলে? Sexuality আপনার জীবনের একটা পার্ট, But আপনার জীবনটাই আপনার Sexuality নাআপনার ক্যারিয়ার আছে,পরিবার আছে,বন্ধু আছে তা নিয়ে ভাবুন.. Sexuality নিয়ে ভাবার কিছু হলো? আপনার sexuality আর পাঁচজনের মতোই নর্মাল.. এবার আসি Section 377 বিষয়ে,এটা একটু Sensitive Issue যার কারণে বাংলাদেশের আমরা অনেকেই মনে করি আমরা জেলখানায় আছি;আসলেই বিষয়টা অনেকটাই সেরকম.. তবে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি,এটাও সত্য..তার মানে কি আশা ছেড়ে দেব?কখনোই না.. We have to be strong and we have to be united.. বাট তার আগে নিজেকে নিজে Accept করে নিতে হবে,এবং সেটাই First Step..আইন বদলানোর জন্যই | মানুষের চিন্তাভাবনা যেমন বদলায়!দেখুন বাংলাদেশে এমন অনেক মানুষই আছে যারা LGBTIQA+ কমিউনিটি সম্পর্কে জানেই না,Many people are illiterate,many people live in villages and most of them are busy to earn their breads.. অনেকে Gay,Lesbian,Queer,Bi বলতে শুধু হিজড়াদেরই বোঝে.. আর আমাদের দেশে হিজড়া কমিউনিটি পরিস্থিতির চাপে হোক, বা সঠিক Mentor এ অভাবে হোক,শোষণের কারণে হোক বা আর যে কারণেই হোক তারা নিজেদের আহার্য যোগার করতে রাস্তাঘাটে , বিয়েবাড়িতে যা করে সেটাই অনেক সময়ই Negative ই দেখায়!তাই স্বভাবতই অনেক মানুষ Lgbt মানুষদের খারাপ, কুশ্রী চোখে দেখে..তবে Gradually অনেক Change হয়েছে দেখুন, আমাদের দেশের অনেকেই কিন্তু আজ পজিটিভ..এবং সবচেয়ে শক্তিশালী হলো সময়-সেটা ভাবলেও চলবে না কখনো.. আর সবচেয়ে বড় কথা.. আপনার life আপনার Decision..আমাদের বাঙালির Curiosity যেমন বেশি তেমনি আমাদের সমাজ Controversial ইস্যু পেলেই তারা রংচং মাখিয়ে শুরু হয়ে যায়.. যাই হোক আপনি যদি Straightforward হন ,Who cares?সমাজ কারও ভালো দেখতে পারে?আর ধর্ম বিষয়ে যদি বলি,দেশের তথাকথিত ধর্মপ্রাণ মুসলিমরা পাঁচওয়াক্ত নামাজ পড়বেন না,রোজা করবেন না,কোনো ইসলামী নিয়ম মানবেন না অথচ যখন দেশে ধর্ষণ হবে,খুব হবে বা স্পেশালি Homosexuality নিয়ে কথা উঠবে,তখন সবাই ধার্মিক হয়ে উঠবেন.. মজার ব্যাপার যেসব ধার্মিকের সারাদিন পর্ণ দেখতে,Adult movie দেখতে াবন্ধুদের সাথে Adult fun করতেই কেটে যায়,তারা হঠাৎ করে ধার্মিকহয়ে ওঠে.. আমি একজন মুসলিম, আমি পাঁচওয়াক্ত নামাজ পড়ি,আমি প্রতি রমজানে কোরআন খতমকরি এবং আবি সম্পূর্ণভাবে আমার আল্লাহয়ই বিশ্বাসী.. আমি জানি তিনি আমাকে যেভাবে সৃষ্টি করেছেন,আমি সেভাবেই আছি.. And I know My Allah loves me.. God doesn’t hate anyone.. আমি একজন বিজ্ঞানের ছাত্র,সামনের বছর HSC দেব-আমি জানি আমি Normal. আমাকে আমার ইচ্ছা,আশা এবং Positive thoughts ই বাঁচিয়ে রেখেছে.. সমাজের আর পাঁচজনের চিন্তাভাবনা দিয়ে আমার জীবন চলবে না.. আমি যদি তাদের কথা কানে নিয়ে নিজের ছোট্ট ঘরে ছোট্র জগত তৈরি করে বসি তখন তো সৃষ্টিকর্তা ভাবতে বসবেন কেন এত বড় পৃথিবী বানালাম,কেন এত সুন্দর মানুষ বানিয়ে তাদের মাঝে বৈচিত্র্য দিলাম.. সবাই ভালো থাকুন,আত্মবিশ্বাসের সাথে থাকুন.. আর আমি ছোট মানুষ,নিজের ছোট্ট চিন্তায় যতটুকু আছে,তাই বললাম..ভুল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন..এই পেজের কাছে কৃতজ্ঞতার পাল্লটা ভারি য়ে যাচ্ছে..LGBT people are so sweet more than honey… Can we be friends?? 😊😊
Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a comment