অসম গল্পটা

পরিশ্রান্ত পথিক

গল্পটা আজও শেষ হয়নি বলা।

শুনবে তুমি?

জানি আগ্রহ হারিয়েছ আগেই।

পরিশ্রান্ত গল্প কি আর শ্রুতিমধুর?

না, সফলতার গল্পে লোভে চকচকা

চোখের মতো আকৃষ্টতা।

শোনো, এক কাঠবিড়ালির প্রেমে পড়েছিল কাঠঠোকরাটা।

কাঠে কাঠে মিল তবু অমিল

নিয়ম-বাস্তবতার অভাব।

ভাল লাগতো কাঠবিড়ালিটার সারাদিন

দুর্বার, চঞ্চল ছোটাছুটি।

মুগ্ধ হতো কাঠঠোকরাটি।

কাঠ কাটার ছলে দেখত চেয়ে

কি চটপটা চিরল দাঁতে

খাচ্ছে পেয়ারা, ছোট নারকেল!

একদিন, তালবাগানে দেখা হল

এক সুন্দরী কাঠবিড়ালির সাথে।

সুখের সংসার বেঁধেছে তারা

পরম যত্নে আদর করছে ছানাদের।

এদিকে, কাঠঠোকরা মনের

শোকে আপন মনে

কাঠ ঠুকছে নিরালায়।

এতদিনে কাঠঠোকরাটা,

হারিয়ে গেছে কালভেলায়।

সমতার অসমে,

এ গল্পের শেষ কোথায়?

উৎস: অন্যভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.