
পরিশ্রান্ত পথিক
অপেক্ষা করো আসবো আমি
তোমার সন্নিকটে।
খুঁজে নিবে আমায় কৌশলে
মানব মূর্তিতে না, অনুভবে।
ছিন্ন করেছি মায়াডোর অচিরেই
বলেছি তো!
আসবো আমি।
পাবে তুমি আমায় অনুরাগে
ব্যাথা ভরা তোমার হৃদয়ে।
কী হলো?
এলোমেলো কেশে
মিশে ছিলাম হালকা বাতাসে।
ছুঁয়ে দিলাম উন্মুক্ত দেহপট
কেমন অজান্তেই স্পর্শ নিলাম?
পাখির কলকাকলিতে কর্কশ শব্দটি
আমিই করেছি।
সহজেই যেন শ্রুতিবোধ্য হয়
দেখেছো আমি এসেছি।
নিঝুম রাতে দক্ষিণ বাতায়ন ফাঁকে
ঝাঁঝালো মিষ্টি মাতানো গন্ধ
হাসনাহেনাটা আমিই।
মনে পড়লো তো আমায়?
মানব হয়ে পাইনি তোমায়
প্রকৃতি মাঝে পাবে আমায়।
তোমার বিষণ্ণতায় আঁখি কোণে
নোনতা জলে মিশে আছি,
নুন হয়ে ঠোঁটে চুমো দিতে।
এবার আমায় দূরে ঠেলে দাও,
দেখি কেমন পারো।
আমিই আসবো জন্মান্তরে
যুগে যুগে প্রতিটি অব্যর্থ
সরল ভালোবাসায়।
উৎস: অন্যভুবন