
বন্ধু প্রিয় মানুষ
মুখের হাসিতে ঝরছে সুখের বৃষ্টিরত সুখ,
হয়ত আমি নয়ত এই, হয়ত ভেঙ্গেছে বুক।
সবার চোখের আড়াল করে খেলছি জীবন খেলা,
স্মৃতির দেয়ালে নিজের খেয়ালে সকাল সন্ধ্যে বেলা।
আনমনে আমি ভেবেছি কত হারানো সুখের কথা,
হারানো স্মৃতি তে তুমি আজও সেই রয়েছ তেমনই গাঁথা।
আজও ভালোবাসি, আজও আমি হাসি আজও আছি আমি সেই,
তোমার আঘাতে বুকের ব্যাথাতে শুধু সেই হাসি নেই।
জীবনের পথে ছুটেছ তুমি আমাতে হয়েছ ভিন্ন,
তোমার জীবনে রাখনি আমার এতটুকু চিহ্ন।
তবু আমি হাসি অন্য আমি তে অন্য রকম সেই,
আমার আমিতে শুধু আজ আমি আমার মত নেই।
চলেছে জীবন, জীবনের মত হাসি গান অভিমানে,
হয়েছে আঁধার সুখের আলোটা সময়ের পিছুটানে।
সবই আছে আজ তবু যেন নেই আমার জীবন ছায়াতে,
অন্য আজ আমি চলেছে জীবন, জীবনের দেয়া মায়াতে।
উৎস: অন্যভুবন