
Nil Akash Nirob
একটি শিশিরস্নাত ভোর চাইছি
যেখানে রবির আভায় একফোঁটা শিশির মুক্ত হয়ে ঝরে পড়বে।
নীল রঙের প্রজাপতিগুলো শিশির ভেজা ঘাসফুলের সঙ্গে লুপ্ত হতে চাইবে,
সদ্য প্রস্ফুটিত গোলাপ তার মনমাতানো স্নিগ্ধতায় চারপাশ রাঙিয়ে তুলবে।
একটি শিশিরস্নাত ভোর চাইছি
যেখানে শিশির ভেজা ঘাসের উপর আড়ষ্ট হয়ে বিছিয়ে থাকবে সাদা শিউলি।
ভোরের নরম সূর্যস্নানে মেতে উঠবে শুষ্ক পৃথিবী,
আচমকা মৃদু বাতাস কাঁপাবে তোমার পেলব ঠোঁট,
এলিয়ে রাখবো আমার ক্ষত-বিক্ষত হৃদয়ে!
একটি শিশিরস্নাত ভোর চাইছি
যেখানে বিছানো হবে স্বপ্ন-চাদর
সেই সকালটা শুধুই দু’জনের,
তোমার উষ্ণ চাদরের ছোঁয়া পেতে
বারবার আমি শীতার্ত হবো।
মুঠোয় বন্দি ভালোবাসাগুলো ছড়িয়ে দিবো পুরো জাহানে,
কুয়াশা নদীর রৌদ্রমিলনে নিজেদের ভাসিয়ে দিবো।
খুব বেশি কিছু চাইছি না,
শুধুই একটা শিশিরস্নাত ভোর!
উৎসঃ অন্যভুবন