
পরিশ্রান্ত পথিক
টানপুর পুর ধপাস ধপাস
পড়ল হেথা পিছলে মোথা,
যাবি কইরে এত্ত তাড়া
হাঁকিছে তবে– বুইড়া দাদা।
কোনে আবার, পেট মোচড়ে
ভোঁ দৌড় অন্ধ প্রভাতে,
কুটনি বুড়ির আমবাগানে
ল্যাংড়া, জন্টি আম কুড়াতে।
আধাঁরেতে বুড়ি শুধায়,
অনে ক্যা —
বিড় বিড় করে বলিছে বাছা
দন্ত যুগল কেবলি চকিছে,
একদিন বুড়ি মূরছা গেলে।
ক্যানে আবার দন্তবিনে
অদৃশ্য সবি কৃষ্ণ দেহে।
এই না দেখে আমি যাই
ভাগ্যিস বুড়ি চিনে নাই।
বুড়ি ভাবিছে ভূত -পেত্নী আমায়,
লাপাত্তা আমি কোনখানে লুকাই।
উৎস: অন্যভুবন