প্রথম প্রেমের ছোঁয়া

মেঘ রাজ সাইমুন

প্রথম প্রেমের ছোঁয়া অতন্দ্র প্রহরী

যেন জীবনানন্দের ধানসিঁড়ি নদীতে পাল তোলা তরী,

মধুমতির বালুচরে আছড়ে পড়া খুশির ঢেউ;

রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য হওয়া।

প্রথম প্রেমের ছোঁয়া উন্মাদ আদুরী

নীল শাড়িতে সুরঞ্জনার হাওয়াতে মুক্ত কবরী,

অন্তঃপুরের ক্লান্ত পথিকের বেশে চেনা কেউ;

কবির ষড়ঋতুর জীবনঢুলিতে ফাল্গুনী হাওয়া।

প্রথম প্রেমের ছোঁয়া আবোল তাবোল-

স্বপ্নের আবীরে রঙিন চন্দ্রমুখীর আঁখিযুগল,

নীল জোৎস্না স্নানে অনাবৃত নন্দিনীর আবেগ;

মেঘের অশ্রুতে ছোঁয়া আসমানীর কুঁড়ে ঘর।

প্রথম প্রেমের ছোঁয়া প্রথম বাদল-

নকশী কাঁথার মাঠে টুকরো শাড়ির আঁচল,

শ্রাবণের আকাশে এক চিলতে শরতের মেঘ;

যুগল অধরে তারার ফুলের একটুখানি আদর।

প্রথম প্রেমের ছোঁয়া এমন

সদ্য কিশোর কিশোরীর নব পাগলা যৌবন,

সাত সাগরের উত্তালে পোড়া দেহ মন;

ভালোবাসার নীড়ে সংসারী নীলপাখির ভুবন।

প্রথম প্রেমের ছোঁয়া কেমন

মোর লেগেছিল ষোলতে অনুরাগে প্রথম চুম্বন,

অভিমানের ঝিলিক ছিলে যেন বনলতার নয়ন;

প্রথম প্রেমের ছোঁয়া কি কখনো ভুলবে এ জীবন?

উৎস: অন্যভুবন 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.