
পরিশ্রান্ত পথিক
সেই শীতের আগমনে শিশির কণা,
দূর্বা ডগায় টলমল।
তোমার আমার পা ভিজিয়াছি,
প্রশান্তির চলাচল।
আজও পা ভিজিয়েছি আমি,
জাগেনি তো শিহরণ,
ঠাণ্ডায় জমেছি নগ্নপদে,
শূন্যতায় ঘেরা জীবন।
প্রভাতে কুড়িয়েছি শুভ্র শিউলি,
গাঁথা হয়নি মালা।
ভেবেছি, গলায় জড়াব তোমারে
সময়েতেও পায়নি বেলা।
ঐ কুয়াশার আবরণে দুজনায়,
লুকোচুরি খেলছি কত।
এখন কুয়াশা বড্ড যন্ত্রণাকর,
অস্বস্তির নিঃশ্বাস যত।
আজ বড় শূন্য লাগে হৃদয়ে,
প্রাণহীন ঝরা সাঁঝে।
একেকটা প্রহর গুনছি যেন,
সহজ ব্যস্ত কাজে।
উৎস: অন্যভুবন