
হিমাদ্রি হিমু
কে গো তুমি দূর হতে,
এই আমাকে ডাক।
ছায়ার মত সকল কাজে
আমার সাথে থাক।
নীরব ভাষার কও যে কথা,
রও যে দূরে দূরে।
গানের আগে হও যে কথা,
গাও যে সুরে সুরে।
ঘুমে কিবা জাগরণে,
কে গো তুমি ডাকছ।
শরতের এই রং বাহারে,
সুখের ছবি আঁকছ।
উৎস: অন্যভুবন
উৎসর্গ: Akash Ahamed