
রাহাত ইসলাম জুবায়ের
রৌদ্রদীপ্ত পথ প্রান্তর
হাঁটছি আমি একা।
গভীর নেশার দিপ্তি নিয়ে
খুঁজি পথের দিশা,
কল্পনাতে পাখি আমি উড়ছি তবু একা।
একলা পথের পথিক আমি
মনে সরল রেখা,
আশা নিরাশার দোলাচলে চলছি তবু একা।
নিঃস্ব আমি ক্লান্ত আমি,
জীবন মানে শেখা।
চলছি আমি মরূদ্যানে
পিয়াস এলো ওষ্ঠা ধরে,
মনে ক্লান্তির দেখা।
কে বলে মোর সব চাই?
পিপাসাতে জল চাই।
জীবন মরুর মানুষ গুলো সত্যি মরীচিকা।
আমার মনে ক্লান্তি রেখা।
সত্যিকারে কবে পাব ইচ্ছে নদীর দেখা?
পথ হারা পাখি আমি ঠিকানা আমার কোথা?
যাযাবরে জীবন কেন আমার ভাগ্যে লেখা?
রোজ সন্ধ্যায় নিশিথেরই পদধ্বনি শুনি,
এবার বুঝি ঠিকানা আমার দিল হাতছানি।
চন্দ্র রাতের চন্দ্রিমা তো আমার ভাগ্যে নাই,
শত ব্যথার মাঝেও তাই সুখের গন্ধ পাই।
জীবন নায়ের মাঝি আমি একাই দাঁড় বাই।
রাত্রি কালের যাত্রীরা তো আমায় চেনে না
জীবন নদীর নিঃস্ব মাঝি আমি তারা বোঝে না।
উৎস: অন্যভুবন