
রাজ রেহান
ভালোবাসি বলে আমি চাইনা প্রতিদান,
না হয় আমি গাইবো একা তোমায় ছাড়া গান।
তুমি আমার ভালবাসার স্বর্ণসম তাজ,
তোমায় ভালোবাসি বলেই করি স্বর্গবাস।
ভালোবাসার রত্নখানি নাইবা নিলে চিনে,
তাই বলে কি ভালোবাসা হারিয়ে যাবে বনে।
তোমায় ছাড়া কাটবে না হয় বেদনার্ত দিন,
তাই বলে মোর ভালোবাসা হবে না বিলীন।
নাই বা পেলাম ভালোবাসার আদর সোহাগ,
আমার মনের মাঝে তোমার স্মৃতিটুকু থাক।
উৎস: অন্যভুবন