
রুদ্র্র রাজ
দেহ মাঝে আছে আলো সিন্ধু, তবু অন্ধ,
ভালো নাহি খুঁজি কোথা আছে সারা দ্বন্দ্ব।
ভোজে ভোজে পেটপূর্ণ, দেহ করি পুষ্ট,
দিব্যচক্ষু কোথা আজি, নাহি কভু তুষ্ট।
চেয়ে দেখ কত তরী ওপারেতে ভিড়ে,
ভাসিবে যে নদীমাঝে, চাহিবে না ফিরে।
জন্মিছ যখন তুমি মরিবে ধরায়,
নিজ কর্ম নিজ গুণে লহ যে ভরায়।
ক্ষুদ্র পিঁপড়া চাহি দেখ করে স্বকর্ম,
নদী চলে আপন মনে, পালে স্বধর্ম।
বৃক্ষ আছে জড় দেহ, তবু উপকৃত,
হাত, পা তোমারই আছে, কেন তবু মৃত?
তারা দেখ জড় হয়ে করে দৃষ্টিদান,
তুমি যে মানুষ জাতি হইবে মহান।
উৎস: অন্যভুবন