
অয়ন আহমেদ সাম্য (কাঠ বিড়ালি)
আমি এসেছি, এসে দেখেছি তুমি চলে গেছ,
শুধু পড়ে আছে তোমার
স্মৃতি চিহ্নটুকু।
আছে কিছু গাছ আর পাখিদের শেষ আড্ডা।
আর? কলকল বয়ে চলে নদী চলছে
সেই আড্ডায়।
আমি অসহায়,
তোমার কাছে ক্ষমা চাই।
তুমি এসেছিলে আমায় খুঁজেছিলে
মিস করছি,
কষ্ট পাচ্ছি
নিজে নিজেই।
শেষ মুহূর্তে এলাম, দুয়েকটি স্মৃতিকে পেলাম
সন্ধ্যার এই শেষ আড্ডায়
আর, নদীর স্রোতে মিশে গেল আমার চোখের জল।
আমি এসেছি, বৃষ্টি ঝরছে!
বৃষ্টির জলে ভিজছে, ছিঁড়েছে তোমার শেষ স্মৃতিটা,
অজানায় হারিয়েছে স্মৃতি কথা।
কী করে জানব বল,
হয়নি জানা ভেজা সেই স্মৃতির কথা।
আমি আছি, দাঁড়িয়ে আছি
আর দেখছি বৃষ্টি-নদীর খেলা।
ইচ্ছে ছিল হাতে হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে দেখব এই খেলা।
আর বৃষ্টিতে ভিজে তোমার দিকে তাকিয়ে স্বপ্ন বুনব ভালোবাসার।
আমি পরাজিত, আমি হেরে গেছি
তোমার ভালোবাসার কাছে।
যখন বুঝতে পেরেছি তখন হারিয়ে ফেলেছি।
আমি সিক্ত, আমি রিক্ত তোমার ভালোবাসার কাছে আমি পরাজিত।
আমি দেখছি, তাকিয়ে আছি
আর দেখছি দূরের ওই শুভ্র চরকে
আর দেখছি গাঙচিল ও বালুচরের খেলা।
যেখানে দাঁড়িয়ে একদিন তুমি আমাকে বলেছিলে ভালোবাসার কথা।
আমি অবুঝ, আমি পাপী বুঝতে পারিনি তোমার ভালবাসা কে
যখন বুঝেছি তখন তুমি চলে গেছ বহুদূরে
অজানা এক না ফেরার দেশে।
ক্ষমার অযোগ্য তবুও ক্ষমা কর আমায়।
আমি এসেছি,
বসে আছি আমি নদীর পানে চেয়ে তোমার স্মৃতিগুলো ভেবে
আর এভাবেই স্মৃতি নিয়ে কাটছে সময়।
উৎস: অন্যভুবন