
পরিশ্রান্ত পথিক
কেন এ নিস্তব্ধতা?
নির্জনতা মেঠো পথে,
এ কে যায় হেঁটে
অবেলায় ।
যার মুখে নেই বুলি
নিষ্পলক উদাসী চোখে,
আঁখি কোণে ফোঁটা,
জল করে খেলা,
নিঃসঙ্গতায়।
কন্ঠে নেই ফাল্গুনি গান
নয়নে যেন শ্রাবণ ধারা,
অবচেতন দেহ মন
কিসে করে জ্বালাতন,
অযথাই।
পাহাড় সমান কষ্ট বুকে
চলছে পথে একা,
এ তো সে যার
আপনা অন্তরে বসতভিটা,
নিরালায়।
এ তো সেই যে আমি,
মিশে গেছি কালবেলায়,
ধুঁকে ধুঁকে বিলুপ্তপ্রায়
নিঃশেষ পাথর হতে,
শেষবেলায়।
উৎস: অন্যভুবন