আগমনী

রুদ্র রাজ

বছর ঘুরে শরৎ এল কাশের তালে তালে,

দোলায় চড়ে আসছেন দেবী ঢাক-করতালে।

আসছে বছর আবার হবে শারদ পূজো শুরু সবে,

ষষ্ঠীতে মা বোধন খোলায় আগমনীর সাজে।

শরৎকালে প্রচলন তাই শারদীয়া মায়ের নাম,

রামচন্দ্র করেন শুরু এই অকালবোধন।

সপ্তমীতে ভ্রমণ দিবস অষ্টমীতে সন্ধি,

ভক্তগণে পূজায় ব্যস্ত হাতদুটি রয় বন্দী।

নবমীতে নতুন সাজে অঞ্জলি দেই সবাই মিলে,

দশমীতে মায়ের বিদায় মূর্তি ভাসে দিঘীর ঝিলে।

দশভূজার ভাসান শেষে সবে আবার নব বেশে,

অনুভূত হয়, যায়নি গো, মা আছেন মোদের আশেপাশে।

মাকে ঘিরে নতুন আলো হৃদয় মাঝে দীপ জ্বালো,

মায়ের আশীষ মস্তকে নিয়ে তোমরা সবাই থেক ভালো।

উৎস: অন্যভুবন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.