
প্রিয় মানুষ
দু’চোখের জলে স্মৃতির অতলে,
হারিয়ে খুঁজি তোমাকেই,
ভালোবাসাহীন ভালোবাসা নিয়ে,
আছি একা আমি নীরবেই।
স্মৃতিতে স্মৃতিতে আজও খুঁজে ফিরি,
তোমারই মুখের হাসি,
জানবে না তুমি বুঝবে না তুমি,
কতটা ভালোবাসি।
বন্ধু বলে ডেকেছিলে তুমি,
এসেছিলে খুব কাছে,
মনের খাতায় আজও সে কথা,
স্মৃতি হয়ে লেখা আছে।
হয়ত জীবন কেটেই যাবে,
সময় স্রোতে ভেসে,
তোমার দেয়া স্মৃতি-সুখ তবু,
আপন হয়েই আছে।
জীবন ছুটেছে জীবনের টানে,
হেঁটেছি বহু দূর,
বন্ধু তোমার ভালোবাসায়,
স্মৃতি যেন স্বপ্নপুর।
ভুলতে পারিনি আজও,
সেই তোমায়,
রয়েছ আজও মিশে,
স্মৃতিময় তুমি জেগে আছ আজও,
আমার প্রতিটি নিঃশ্বাসে।
উৎস: অন্যভুবন